সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত আলিম মোল্লা। গতকাল রাতে মিনাখাঁ থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করা হল। ১০ তারিখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। মৃত্যু হয় তাঁর ছোট ছেলে ও গাড়ির চালকের। ১১ দিনে পরে মূল অভিযুক্তকে গ্রেফতার পুলিশের।

Continues below advertisement

আরও পড়ুন, 'বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন..', SIR আবহে মোদির এবার কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

Continues below advertisement

 আদালতে যাওয়ার মতো সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা, সাক্ষী প্রাণে বাঁচলেও, মৃত্য়ু হয়েছে তাঁর ছোট ছেলে ও গাড়ির চালকের।বাসন্তী হাইওয়েতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার পর থেকেই, বেপত্তা ছিল ঘাতক ট্রাকের চালক। কিন্তু, সেই সময় ট্রাকটি চালাচ্ছিলেন কে? যে ট্রাকের ধাক্কায় দু-দু'জনের প্রাণ চলে গেল,সেই ঘাতক ট্রাকের স্টিয়ারিংয়ে হাত ছিল কার? এই প্রেক্ষাপটেই যার নাম নিচ্ছেন পুত্রহারা ভোলানাথ ঘোষ,তিনিই হল আলিম মোল্লা।

এদিকে অভিযুক্ত আলিম মোল্লার স্ত্রী ও তৃণমূল সদস্য, আগারহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রোশনারা বিবির দাবি ছিল,   পরিকল্পনা করে বিজেপি পার্টি ফাঁসানোর চেষ্টা করছে। ভোলা ঘোষ তো প্রথমে বলছে যে, আমি দেখিনি কাউকে। তারপর (বুধবার দুপুর) ৩টের  সময় থেকে বলল কেন, ওকে পুরো পরিকল্পনা করে...।' যদিও শেষ রক্ষা হয়নি।

 গাড়িতে ধাক্কা পরেই ভোলানাথ ঘোষ অভিযোগ করেছেন, গাড়ি চালাচ্ছিলেন শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা। ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরিকল্পনা করে খুনের চেষ্টার অভিযোগও করেন তিনি। পুলিশ সূত্রে খবর, এর আগে FIR-এ নাম থাকা ধৃত নজরুল মোল্লা জেরায় জানিয়েছিল, ঘটনার আগের দিন রাতে আলিম, তার থেকে গাড়ির চাবি নিয়ে গোলাম হোসেন মোল্লাকে দেয়। এবার আলিমকে জেরা করে বিষয়টি স্পষ্ট করতে চায় পুলিশ।

সন্দেশখালিতে ED-র উপর হামলার ঘটনায় আলিম মোল্লার নাম CBI-এর চার্জশিটে রয়েছে। তাঁর নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে। ধৃত আলিম মোল্লার স্ত্রী রোশনারা বিবি আগারহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। আজ আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। ন্যাজাটকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল পাঁচজন। তাদের মধ্যে ৩ জনের নাম নেই FIR-এ।

আগেই ধৃত গোলাম হোসেন মোল্লা জানিয়েছিল, সে চালকের আসনে ছিল। ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারার জন্য লক্ষাধিক টাকা দেওয়া হয়েছিল বলেও দাবি করে সে। গাড়িতে ধাক্কা মারার পরে ধৃত কুদ্দুসের মোটর বাইকে করে পালায় সে। পুলিশ সূত্রে খবর, গোলাম হোসেন মোল্লার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে আলিম মোল্লাকে।