কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali) IPS অফিসারকে খালিস্তানি বলার প্রতিবাদে মুরলীধর সেন লেনে তিনদিন ধরে চলছে অবস্থান-বিক্ষোভ। রাজভবনে (Raj Bhawan) নালিশ জানাতে গেলেন শিখ সম্প্রদায়ের (Sikh Community) প্রতিনিধিরা। ব্যবস্থা না নিলে, বিজেপি নেতাদের (BJP Leaders) বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তৃণমূল শিখ সম্প্রদায়ের সমর্থনে মুখ খুললেও, নেপথ্যে রাজনীতি দেখছে বিজেপি (BJP)।
সন্দেশখালির আঁচ এবার কলকাতায়। কর্তব্যরত IPS অফিসারের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য দফতরের সামনে শিখ সম্প্রদায়ের অবস্থান-বিক্ষোভ তৃতীয় দিনে পড়ল।
প্রসঙ্গ 'খালিস্তানি'
মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে, ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি বিধায়কদের। এরপরই বিতর্কের সূত্রপাত। হঠাৎই ক্ষোভে ফেটে পড়েন আইপিএস অফিসার যশপ্রীত সিং। এই মন্তব্য নিয়েই তোলপাড় পড়ে যায় রাজ্য-রাজনীতিতে।
খালিস্তানি মন্তব্যের অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারী শিখ সম্প্রদায়। কড়া শাস্তির দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ শিখ সম্প্রদায়ের একাংশ। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ ৭টি গুরুদ্বারের প্রতিনিধিদের। এ প্রসঙ্গে আশ্বাসও দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, 'বাংলা আপনাদের পাশে, গোটা দেশ আপনাদের পাশে। আমরা এমনকিছু করব না, যাতে কারও ভাবাবেগে আঘাত লাগে।'
আরও পড়ুন, সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি
তবে, ধর্না চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিখ সম্প্রদায়ের একাংশের। শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরমিত সিংহ বলেন, 'প্রাথমিকভাবে আমাদের আলোচনা হয়েছে, বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে এবার ওদের ঘেরাও করব।'
এদিকে, জেলাতেও শুরু হয়েছে প্রতিবাদ। আসানসোলে বিজেপি জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ ধর্মাবলম্বীরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, সন্দেশখালিতে IPS অফিসারের উদ্দেশে খালিস্তানি মন্তব্যের অভিযোগে কলকাতার ভবানীপুর-সহ বিভিন্ন জেলার থানা এবং পাঞ্জাবে অভিযোগ দায়ের হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে