সমীরণ পাল, সন্দেশখালি: বসিরহাট লোকসভা কেন্দ্রে (Basirhat Lok Sabha Election) ভোট মিটতেই সন্দেশখালিতে (Sandeshkhali News) ফিরল ১১৪ ধারা। আজ সকাল ৬টা থেকে সরবেড়িয়া-আগারহাটি, বয়ারমারি ১, বয়ারমারি ২ ও হাটগাছি, এই চারটি গ্রাম পঞ্চায়েতের ১৭টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার ভোটের ফল ঘোষণার দিন সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল ভোটের দিন লাগাতার অশান্তির ঘটনা ঘটে। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, ভোটের দিন সকাল থেকে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠল সন্দেশখালি। দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বেরমজুর, বয়েরখালি, আগারহাটি, কানমারি, চুঁচুড়া মোড়-সহ সন্দেশখালির একাধিক এলাকা। ভোটের দিনে ফিরল সন্দেশখালির মহিলাদের আন্দোলনের ছবি।
পুলিশের দিকে ধেয়ে এল একের পর এক ঢিল, পাটকেল। পাল্টা লাঠিচার্জ করল পুলিশ। অথচ দুপুর একটা থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলেও, কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলল বিকেল সাড়ে চারটেয়। পুলিশের বিরুদ্ধেও উঠল ভয়ঙ্কর অভিযোগ।
আরও পড়ুন, ভোট পর্ব মিটলেও অশান্ত বাংলা, বিজেপির পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ
ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
যদিও বসিরহাট লোকসভা বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, 'আপনারা তো ইলেকশন টোটাল বন্ধ করার জন্য। পুরো TMC-কে দিয়ে ভোট লুঠ করানোর জন্যই আপনাদের কারসাজি। পুরো কারসাজি করে এসেছেন এখানে। পুরো কারসাজি চলছে। মুখ্যমন্ত্রী কত দিয়েছে আপনাদের? মুখ্যমন্ত্রী কত দিয়েছে, কত্ত দিয়েছে সেটা বলুন? মুখ্যমন্ত্রী কত দিয়েছে? সাধারণ মানুষকে মহিলাদের বাঁশ দিয়ে পেটাচ্ছে সাধারণ ছেলেদের তুলে এনে থানায় নিয়ে এসে পেটাচ্ছে। একটার গায়ে যদি আঁচড় পড়ে, আপনার এই বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন পাবলিকের মার, দুনিয়ার বার। মুখ্যমন্ত্রী কিন্তু কিছু করতে পারবে না। শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী আর ছাড়াতে পারবে না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে