সমীরণ পাল, সন্দেশখালি: সন্দেশখালির (Sandeshkhali Update) বেড়মজুরে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর ছাড়াও POCSO আইনের ধারায় মামলা রুজু হয়েছে।


একের পর এক ভাইরাল ভিডিও, CBI-এর কাছে নারী নির্যাতনের অভিযোগ ঘিরে যখন নতুন করে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালি, তখন, সন্দেশখালিতে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পরিবারের দাবি, ১৪ বছরের নাবালিকার বাবা নেই। মা কাজের সূত্রে কলকাতায় থাকেন। এখানে মামার বাড়িতে থাকে নাবালিকা। অভিযোগ, শুক্রবার রাত ২টো নাগাদ বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই তৃণমূল কর্মী। বাড়ির লোক অভিযুক্তকে ধরে ফেলে অভিযুক্ত এর আগেও কিশোরীকে উত্যক্ত করত বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার মামী জানান, "আগেও বিরক্ত করত, গতকাল এই ঘটনা ঘটে। অভিযুক্তর বাবা তৃণমূল করে।''


গ্রেফতার এক তৃণমূল কর্মী: শুক্রবার রাতে বাড়িতে ঢুকে ১৪ বছরের কিশোরীকে যৌন নিগ্রহ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি, ধামাখালিতে CBI ক্যাম্প অফিসেও অভিযোগপত্র জমা দেয় নাবালিকার পরিবার। রাতে সেই অভিযোগপত্র ই-মেল মারফত বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারকে পাঠিয়ে দেয় সিবিআই। অভিযুক্তকে আগে আটক করেপুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে।এরপরই পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। অভিযুক্তের বাবা বলেন, "তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ না দেওয়াতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ঘটনার সময় ছেলে ঘরে ছিল। মিথ্যা অভিযোগ করা হচ্ছে।''


এদিকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে, রাজভবনের এক অফিসার ও দুই কর্মীকে আজই তলব করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজ্যপালের OSD, SS রাজপুত, এবং রাজভবনের আরও দুই কর্মী কুসুম ছেত্রী ও সন্ত লালকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাজভবনের তরফে CC ক্যামেরার ফুটেজ দেখানো হয় সেখানে দেখা যায় রাজভবনের কর্মী কুসুম ছেত্রীকে। পুলিশের দাবি, অভিযোগকারিণীর বক্তব্য ও CC ক্যামেরার ফুটেজ দেখেই এই ৩ জনকে তলব করা হয়েছে।  লালবাজার সূত্রে খবর, অভিযোগকারিণীর বয়ান নেওয়ার পর ১০ মে, রাজভবনের স্পেশাল সেক্রেটারি, চিকিৎসক ও সুপারভাইজারকে তলব করে পুলিশের বিশেষ অনুসন্ধান দল। কিন্তু তাঁরা কেউ সাড়া দেননি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর যাদবপুরে, কাঠগড়ায় তৃণমূল