পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : সন্দেশখালিতে তৃণমূলের তরফে প্রকাশ্যে আনা ভিডিও ঘিরে ক্রমেই ঘোলা হচ্ছে জল। অভিযোগ , পাল্টা অভিযোগে চড়ছে পারদ। এবার সেই ভিডিওর প্রেক্ষিতে বড় পদক্ষেপ করল রাজ্য পুলিশ।  তৃণমূলের তরফে প্রকাশ্যে আনা ভিডিওর ভিত্তিতে দায়ের হল এফআইআর।



সন্দেশখালির এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ। অভিযোগপত্রে নাম রয়েছে ভিডিওতে থাকা সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল সহ আরও এক বিজেপি নেতার। নাম রয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী ছাড়া তৃণমূল নেতার অভিযোগপত্রে নাম থাকা বাকিদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। হাইকোর্টের রক্ষাকবচ থাকায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেনি পুলিশ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য পুলিশ। 


এরই মধ্যে  সন্দেশখালি থেকে তিন তিনটি ভিডিও সামনে এসেছে। লোকসভা ভোটের মাঝে সন্দেশখালি নিয়ে তৃণমূলের পোস্ট করা একটি ভিডিও ঘিরে এখন সরগরম বঙ্গ রাজনীতি। বিজেপি অবশ্য় প্রথম থেকেই দাবি করছে, ওটা ভুয়ো ভিডিও। আর তৃণমূল বলছে, বিজেপির চক্রান্ত ফাঁস হল। এরপর আরও একটি ভিডিও প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। প্রথম ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতিকে।  গঙ্গাধর কয়ালকে দাবি করতে দেখা গিয়েছিল, ধর্ষণের ঘটনাই ঘটেনি, অথচ অভিযোগ করানো হয়েছে। গোটাটাই শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং পরিকল্পনামাফিক হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতিকে  দাবি করতে শোনা যায়, শুভেন্দু বলেছিলেন, ওখানকার দাপুটে নেতাদের গ্রেফতার করাতে না পারলে তোমরা আন্দোলন দাঁড় করাতে পারবে না। 


ইতিমধ্যেই মুখ ও কণ্ঠস্বর বিকৃত করার অভিযোগে CBI-এর কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন সন্দেশখালি ২ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি গঙ্গাধর কয়াল। তারপর আবার আরও একটি ভিডিও তোলপাড় করেছে রাজনীতি। তাতে আবার দেখা গিয়েছে বিজেপির প্রার্থী রেখা পাত্র ও  অপর এক নেত্রীকে। এই ভিডিওতেই, বিজেপি কর্মী মাম্পি ওরফে পিয়ালি দাসের বিরুদ্ধে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন সন্দেশখালির এক মহিলা। আর ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই বিজেপি কর্মী পিয়ালি দাসকে নোটিস দিয়েছে সন্দেশখালি থানা। 


সন্দেশখালি নিয়ে কে সত্যি বলছেন?  একের পর এক ভিডিও প্রকাশ্যে আসতেই এই প্রশ্নটাই ক্রমশ জোরালো হচ্ছে। এখন সন্দেশখালি ভোট  বাক্সে বিজেপিকে কোনও ডিভডেন্ড দেবে, নাকি বুমেরাং হবে, সেটাই দেখার। 


আরও পড়ুন, শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তোলপাড়, ১ ঘণ্টা ৯ মিনিটের CCTV ফুটেজ দেখাল রাজভবন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।