Samsung Galaxy Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন (Samsung galaxy F55 5G)। আগামী ১৭ মে বেলা ১২টায় এই ফোন লঞ্চ হবে দেশে। বলা হচ্ছে, এই ফোন স্যামসাং গ্যালাক্সি সি৫৫ (Samsung galaxy C55) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান (Rebranded Version) হিসেবে লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে অনলাইনে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন কেনা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি সি৫৫ ফোন এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছে। যদিও সত্যিই স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি মডেল এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনের ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশনে অনেক মিল থাকবে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ফ্লিপকার্ট ছাড়াও এই ফোন কেনা যাবে স্যামসাং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের দাম কত হতে পারে
শোনা যাচ্ছে, এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৬,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হতে পারে ৩২,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের জন্য একটি ওয়েবপেজ তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অ্যাপ্রিকট ক্রাশ এবং রেইজিন ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন। ফোনের ব্যাক অর্থাৎ রেয়ার প্যানেলে থাকবে একটি ভেগান লেদার ফিনিশ।
স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি সি৫৫ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে, এমনটাই শোনা গিয়েছে। তাহলে এই দুই ফোনের ফিচারে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেই অনুসারে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED Plus ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'অডিও কল বার', কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।