কলকাতা: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাপোলোতে সরানো হল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukhopadhyay)। বৃহস্পতিবার সন্ধেয় গ্রিন করিডর গড়ে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে। এ দিন শিল্পীকে এসএসকেএম হাসপাতালে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, শিল্পীর কোভিড রিপোর্ট পজিটিভ (COVID Report)। এসএসকেএম-এ সব ব্যবস্থা থাকলেও, সন্ধ্যা মুখোপাধ্যায়ের যেহেতু হার্ট ফেলিওর হয়েছে, কোনও ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। তাই শিল্পীকে অ্যাপোলোতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


সন্ধ্যা মুখোপাধ্যায়কে অ্যাপোলোতে সরিয়ে নিয়ে যেতে মমতা নিজেই মধ্যস্থতা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসএসকেএম-এ অ্যাম্বুল্যান্স পাঠানোর নির্দেশ দেন। সব ব্যবস্থা করে রাখতে বলেন। সেই মতো এসএসকেম-এ পৌঁছয় বিশেষ আইসিইউ অ্যাম্বুল্যান্স। শিল্পী যেহেতু করোনা আক্রান্ত, তাই পিপিই কিট পরে শিল্পীকে অ্যাম্বুল্যান্সে তোলেন হাসপাতালের কর্মীরা। এর পর মা উড়ালপুল ধরে, গ্রিন করিডর হয়ে, মাত্র ১১ মিনিটে শিল্পীকে নিয়ে অ্যাপোলো পৌঁছয় অ্যাম্বুল্যান্সটি। পিছনে অন্য গাড়িতে ছিলেন শিল্পীর পরিবারের লোকজন। 


অ্যাপোলো সূত্রে খবর, মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর আগে থেকেই সব ব্যবস্থা করে রাখা ছিল হাসপাতালে। চিকিৎসক এবং মেডিক্যাল টিম তৈরি ছিল। অ্যাম্বুল্যান্স আসা মাত্র আইসিইউ-তে নিয়ে যাওয়া হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলবে তাঁর।  হার্টের সমস্যা রয়েছে। তার উপর কোভিড। প্রাথমিক ভাবে তাই সেই সমস্যাগুলির উপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এসএসকেম-এ শিল্পীর যা যা চিকিৎসা হয়েছে, যে যে পরীক্ষা হয়েছে, সেই রিপোর্ট বিশদে খতিয়ে দেখছেন অ্যাপোলোর চিকিৎসকেরা।


আরও পড়ুন: Sandhya Mukhopadhyay Health Update: করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে, জানালেন মুখ্যমন্ত্রী


বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রের দেওয়া পদ্মসম্মান প্রত্যাখ্যান করার সময়ও সে কথা জানানো হয়েছিল পরিবারের তরফে। এর পর বুধবার রাতে আচমকাই জ্বর আসে শিল্পীর। সে ভাবে খাওয়াদাওয়াও হয়নি। সকালে জ্বর বাড়লে চিকিৎসকদের পরামর্শে শিল্পীকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। সকালেই ফোনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের খবর নেন মুখ্যমন্ত্রী। তার পর বিকেলে সরাসরি হাসপাতালে গিয়ে উপস্থিত হন।