হিন্দোল দে, কলকাতা: ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। উল্টোডাঙাগামী চলন্ত বাসে 'শ্লীলতাহানি'। রুবির মোড়ে বাস থেকে পালানোর চেষ্টা অভিযুক্তের। অভিযুক্তকে ধরে মারধর বাসযাত্রীদের। কসবা থানায় অভিযোগ দায়ের, আটক অভিযুক্ত।                                      


ঠিক কী ঘটেছে? 


অফিস টাইমে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ উঠল। আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ইএম বাইপাসের ওপর এই ঘটনা ঘটে। অভিযোগকারিণীর দাবি, তিনি মুকুন্দপুর থেকে উল্টোডাঙাগামী বাসে ওঠেন।       


অভিযোগ, চলন্ত বাসে তাঁর শ্লীলতাহানি করেন সহযাত্রী। মহিলা প্রতিবাদ করায় তাঁকেই উল্টে শাসানো হয় বলে অভিযোগ। মহিলার দাবি, বাস রুবি মোড়ে পৌঁছনোর পর অভিযুক্ত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। তখন তাকে ধরে ফেলায় সেখানে আসে কসবা ট্রাফিক গার্ডের পুলিশ। এরপর কসবা থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযুক্তকে আটক করে পুলিশ। 


অভিযোগকারিণীর কথায়, 'এখন সারা দেশজুড়ে যেখানে প্রতিবাদ চলছে সেখানে সকাল সকাল চলতি বাসের মধ্যে এমন ঘটনা ঘটেছে। কোথায় আমাদের সুরক্ষা? আমিও উই ওয়ান্ট জাস্টিস এর দাবিতে পথে নেমেছি। মেয়েটির বিচারের দাবিতে প্রতিবাদে সামিল হয়েছি। কিন্তু আজ যেটা হল তা প্রমাণ করছে শাস্তি না দেওয়া পর্যন্ত এরকমটাই চলবে।' 


আরও পড়ুন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থান, স্বাস্থ্যসচিবের ইস্তফার দাবি


অন্যদিকে, পাড়ায় হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানি, পরিচিতর সামনেই কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল বাঁকুড়ার বেলিয়াতোড়ে। গ্রামবাসীদের তাড়ায় বাইক ফেলে চম্পট দেয় ৩ যুবক। পরে বাইক নিতে এলে অভিযুক্তদের ২ সঙ্গীকে আটকে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের আটক করে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, গতকাল বিকেলে পরিচিত মহিলার সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন ওই কলেজ ছাত্রী। ৩ যুবক বাইক থামিয়ে ছাত্রীর মোবাইল ফোনের নম্বর চায়। রাজি না হওয়ায় প্রকাশ্যেই ওই তরুণীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।পুলিশের আশ্বাসে গতকাল ঘণ্টাদুয়েক পর বিক্ষোভ উঠলেও, অভিযুক্তরা গ্রেফতার না হলে ফের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে