কলকাতা: সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা। কড়া নিরাপত্তায় তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে নিজাম প্যালেসে।


সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের ১৫তম দিন এটি। এতদিন পর্যন্ত সন্দীপ ঘোষ নিজেই গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। এত দিন সিবিআই তাঁকে গাড়িতে মাঝখানে বসিয়ে দুদিকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, এই ছবিটা এতদিন দেখা যায়নি। সূত্রের খবর, নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।


সূত্রের খবর, নিজাম প্যালেসে বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে কোনও গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাবাদের কারণে নিজাম প্যালেসে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। এতদিন তিনি নিজে থেকে সিজিও কমপ্লেক্সে যেতেন। নিজেই ফিরে যেতেন। এদিন গাড়িতে মাঝে বসে তিনি, পাশে ২জন। এমন ছবি দেখা যায়নি। এতদিন পর্যন্ত আখতার আলির থেকে তথ্য নিয়েছেন সিবিআই আধিকারিকরা। এছাড়া নানা জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই নানা নথি হাতে এসেছে। ফলে এদিন কি শুধুই জিজ্ঞাসাবাদ না কি আরও কড়া পদক্ষেপ? উঠছে এমন প্রশ্ন।


অন্যদিন নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য অনেককেই ডাকা হয়। কিন্তু এই ছবিটা থাকে না। সন্দীপ ঘোষ এখানে আসার আগে থেকেই আটসাঁট নিরাপত্তা ব্য়বস্থা করা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গাড়ি থেকে নামিয়ে দ্রুত নিজাম প্যালেসের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। গাড়ি থেকে নামার সময় জিজ্ঞেস করা হলেও কিছু বলেননি তিনি। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: 'CP যদি এত দাম্ভিক হন, প্রয়োজনে সারারাত আজ আন্দোলন চলবে', এবার রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের