শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার :  সারা দেশে উঠছে বিচারের দাবি। উঠছে রাজ্য সরকারের কাছে নানা দাবি । পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের সুর চড়া হচ্ছে প্রতিদিনই । আর এরই মধ্যে, আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের শান্তি দাবিতে প্রতিবাদ-কর্মসূচি চালিয়ে যাচ্ছে রাজ্যেক শাসক দল। 


রবিবার  কোচবিহার জেলার প্রত্যেকটি ব্লকে অবস্থান-বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা। কোচবিহার শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন ব্লকে চলে প্রতিবাদ। এদিন একাধিক ব্লকে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের অন্য নেতারা।  এরই মধ্যে আবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন উদয়ন গুহ। 


মুখ্যমন্ত্রীর ফোঁস-পরামর্শের পর আবারও লাগামছাড়া উদয়ন। তিনি ফোঁস-টোঁস নয়, সরাসরি বললেন দংশনের কথাই। এদিন উদয়ন গুহ বলেন, 'ওরা যদি একবার দংশন করে, পাল্টা পাঁচটা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায়, পাল্টা পাঁচটা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। তবে গিয়ে মিথ্যাচার বন্ধ হবে। তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করার চক্রান্ত বন্ধ হবে। তবে গিয়ে এই সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে সাজিয়ে নিয়ে এসে, তাঁকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারও বিরুদ্ধে কালি ছেটাবার, কারও গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে। নাহলে এগুলো একতরফাভাবে চলছে।' রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য, দিনহাটার তরুণীকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া প্রসঙ্গে। 



শুধু উদয়ন নন, ইদানিং  আরজি কর কাণ্ডের প্রতিবাদ নিয়ে অনেক তৃণমূল নেতাই পাল্টা সুর চড়িয়েছেন। যেমন , কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। তিনি বললেন, আর জি কর কাণ্ডে প্রতিবাদীরা নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামছেন। তিনি আরও বলেন,  DA আন্দোলনকারীরা বিচার চেয়ে রাস্তায় নামছেন ডিএ-র জন্য, অনেকে বদলি আটকে আছে বলে রাস্তায় নেমে আর জি কর-কাণ্ডের বিচার চাইছেন। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক। 


এর আগে রাত দখলের আন্দোলনের আগেও উল্টো সুর গেয়েছিলেন উদয়ন। হুমকির সুরেই বলেছিলেন, ' দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। ' এবারও ফের বেলাগাম উদয়ন।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।