কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) গতকাল প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) গিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) জেরা করল ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, নতুন সম্পত্তির তথ্য সামনে রেখে বহিষ্কৃত তৃণমূল (TMC) নেতাকে ঘণ্টা পাঁচেক জেরা করা হয়। জানতে চাওয়া হয়, সম্পত্তি-ক্রয়ে টাকার উৎস কী? ইডি সূত্রে খবর, অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া প্রভাবশালীদের তালিকার সূত্র ধরেও শান্তনুকে জেরা করা হয়।


তথ্য পেশ ইডির: বুধবার বহিষ্কৃত তৃণমূল নেতাকে আদালতে তোলার সময় এই  সমস্ত তথ্য পেশ করবে ইডি। সূত্রের খবর, শান্তনু তদন্তকারীদের জানিয়েছেন, জেলে পার্থ চট্টোপাধ্যায়ের রোষের মুখে পড়তে হয়েছে। পার্থ জানতে চান, কেন তাঁর নাম জড়ানো হচ্ছে। শান্তনু অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গ টানতেই রেগে যান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডি-র তদন্তকারীদের কাছে শান্তনু এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। 


হুমকি দিয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় ? তাঁকেও জেলের মধ্য়ে হুমকি দিচ্ছেন পার্থ চট্টোপাধ্য়ায়! বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের পর, ED-র জেরার মুখে একই অভিযোগ তুললেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত আরেক বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্তদের বেশিরভাগই বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল, রবিবার দুপুর ১২টা থেকে টানা ৫ ঘণ্টা সেখানে গিয়ে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে জেরা করেন ED আধিকারিকরা। 


ইডি সূত্রে খবর, শান্তনু তাঁদের জানিয়েছেন, জেলে পার্থ চট্টোপাধ্যায়ের রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। শান্তনুর কাছে পার্থ জানতে চান, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন তাঁর নাম জড়ানো হচ্ছে। তাঁদের দুজনের কি আগে কখনও দেখা হয়েছে? তাহলে কেন পার্থর নাম বারবার উঠছে। 


শান্তনুর দাবি, তিনি বলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনায় আপনার নাম উঠছে। আর এতেই নাকি মারাত্মক চটে যান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে একই অভিযোগ তুলেছিলেন হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষও। 


ED-র সামনে তিনি দাবি করেন, জেলের মধ্য়ে তাঁকে শাসিয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। কেন তাঁর নাম বলা হয়েছে? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন?এই প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক। তবে কি জেলের মধ্য়েও প্রভাব খাটাচ্ছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্য়ায়। উঠছে সেই প্রশ্ন। এদিকে, ED সূত্রে খবর, নতুন সম্পত্তির তথ্য সামনে রেখে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুকে রবিবার পাঁচ ঘণ্টা জেরাকরা হয়। জানতে চাওয়া হয়, বিপুল পরিমাণ সম্পত্তি-ক্রয়ের টাকার উৎস কী?অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া প্রভাবশালীদের তালিকার সূত্র ধরেও শান্তনুকে জেরা করা হয়। এই সমস্ত তথ্য় কেস ডায়েরিতে এন্ট্রি করছে ইডি।