বোলপুর: রবীন্দ্র জয়ন্তীতে বিশ্বভারতীর মুকুটে নয়া পালক। সাংস্কৃতিক ঐতিহ্যের নিরিখে এ বার আন্তর্জাতিক স্বীকৃতি মিলতে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তৈরি বিশ্বভারতীকে শীঘ্রই বিশ্বের একমাত্র সমকালীন ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে চলেছে রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংগঠন UNESCO. চলতি বছরের সেপ্টেম্বর মাসে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে।
মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তীতে বিশ্বভারতীর এই প্রাপ্তির কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। ট্যুইটারে তিনি লেখেন, 'গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ভারতের জন্য সুখবর। পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের নাম ওয়র্ল্ড হেরিটেজ তালিকায় লিপিবদ্ধ করতে সুপারিশ করেছে UNESCO ওয়র্ল্ড হেরিটেজ সেন্টারের উপদেষ্টা বিভাগ ICOMOS'.
বিশ্বভারতীর এই প্রাপ্তির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টির জন্যই সম্ভব হয়েছে বলে দবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। ট্যুইটারে তিনি লেখেন, 'বিশ্ব দরবারে আমাদের সমৃদ্ধশালী ঐতিহ্য়কে তুলে ধরার যে দূরদর্শিতা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, এতে তা আরও গতি পেল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়র্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক রয়েছে। সেখান থেকেই আনুষ্ঠানিক ভাবে এই স্বীকৃতিপ্রাপ্তির ঘোষণা হবে'।
বিশ্বভারতীর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তির কথা এ বছরের গোড়াতেই জানান সেখানকার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর বক্তব্য ছিল, "বিশ্বভারতী হেরিটেজ বিশ্ববিদ্যালয় ঘোষিত হতে চলেছে, বিশ্বের প্রথম হেরিটেজ বিশ্ববিদ্যালয়।" আনুষ্ঠানিকতা সব মোটামুটি হয়ে গিয়েছে, এপ্রিল-মে মাস নাগাদ বিষয়টি পাকা হয়ে যাবে বললে জানিয়েছিলেন তিনি। সেই মতোই ICOMOS-এর তরফে ওয়র্ল্ড হেরিটেজ তালিকায় বিশ্বভারতীর নাম নথিভুক্তিকরণের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রেড্ডি।
UNESCO-র তরফে মূলত সৌধ বা স্মৃতিস্তম্ভকেই হেরিটেজ তালিকায় রাখা হয়। এই প্রথম সক্রিয় অবস্থায় কোনমও বিশ্ববিদ্যালয় সেই তালিকায় জায়গা পাচ্ছে। খোলা আকাশের নীচে, মুক্ত বাতাসে শিক্ষাপ্রাপ্তিতে বিশ্বাসী ছিলেন রবীন্দ্রনাথ। আজও সেই প্রথা চলে আসছে।
১৯২১ সালে, ১ হাজার ১৩০ একর জমির উপর প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথের নামেই নামকরণ হয় প্রথমে। ১৯২২ সালের মে মাসে বিশ্বভারতী সোসাইটির প্রতিষ্ঠা হয়। জমি-বাংলো-সহ নিজের বিষয়-সম্পত্তিও বিশ্বভারতী সোসাইটিকে দান করেন রবীন্দ্রনাথ। স্বধীনতার আগে পর্যন্ত কলেজ ছিল। ১৯৫১ সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রীবন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দাদু ক্ষীতিমোহন সেন দ্বিতীয় উপাচার্য হন।
Education Loan Information:
Calculate Education Loan EMI