সুনীত হালদার, হাওড়া: ফুট ওভার ব্রিজের জরুরি কাজের জন্য ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা। দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) খড়্গপুর ডিভিশনে সাঁতরাগাছি স্টেশনে এই কাজ হবে বলে জানিয়েছে রেল। এই কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল।                         


ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা: সাঁতরাগাছি স্টেশনে চতুর্থ ফুট ওভার ব্রিজের কাজের জন্য আগামীকাল, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। শনিবার থেকেই আপ ও ডাউনের দু’জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি চারটি দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে। এখনও পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কোন বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ।


বাতিল হওয়া ট্রেনের তালিকা


১৮০১৪/১৮০১২  বোকারো স্টিল সিটি /চক্রধরপুর - হাওড়া এক্সপ্রেস ১৩ তারিখে বাতিল করা হয়েছে।


১৮০১১/১৮০১৩  হাওড়া - চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ১৫ তারিখ বাতিল করা হয়েছে।


১২৮১৪ টাটানগর - হাওড়া স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।


১২৮১৩ হাওড়া - টাটানগর স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে।


সময় পরিবর্তিত হওয়া ট্রেনের তালিকা


১২৮৬০ হাওড়া - মুম্বই (CSMT) গীতাঞ্জলি এক্সপ্রেস ১৪ তারিখ হাওড়া থেকে ৪:০৫ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল দুপুর ২:০৫ মিনিট।


১২৮১০ হাওড়া - মুম্বই (CSMT) মেল ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১২:২০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় সূচি ছিল ১৪ তারিখ রাত্রি ৭:৫০ মিনিট।


১২১৩০ হাওড়া - পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১:১০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল ১৪ তারিখ রাত্রি ১০:১০ মিনিট।


১২২৪৫  হাওড়া - স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস ১৪ তারিখ  হাওড়া থেকে বেলা ১১:৫০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল বেলা ১০:৫০ মিনিট।


যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকা


১৮০৪৪ ভদ্রক - হাওড়া এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর পর্যন্ত চলবে।


১৮০৪৩ হাওড়া - ভদ্রক এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর থেকে চলবে।


১৮০০৪ আদ্রা - হাওড়া শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর পর্যন্ত চলবে।


১৮০০৩ হাওড়া - আদ্রা শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর থেকে চলবে।


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি