Motorola Smartphone: মোটোরোলা এজ ৪০ ৫জি (Motorola Edge 40 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি থ্রিডি কার্ভড pOLED ডিসপ্লে থাকতে পারে। চলতি মাসে অর্থাৎ মে মাসেই এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছেন জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব। মে মাসের শেষদিকে এই ফোন দেশে লঞ্চ হতে পারে। এখানে থাকতে পারে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর থাকতে পারে। 


মোটোরোলা এক ৪০ ৫জি ফোনের সম্ভাব্য বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার 


মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মোটোরোলা এজ ৪০ ৫জি ফোন লঞ্চ হতে পারে। ভারতে এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে মোটোরোলার আসন্ন এই ফোন। 


এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর (ম্যাক্রো লেন্স) সমের থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের TurboPower ওয়্যারড ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও মোটোরোলা এজ ৪০ ৫জি ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।


Lava Smartphone: লাভা অগ্নি ২ ৫জি (Lava Agni 2 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৬ মে। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। লাভা অগ্নি ৫জি (Lava Agni 5G) ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ২ ৫জি ফোন। ইতিমধ্যেই আসন্ন ফোনের যে সমস্ত ফোনের ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের রেয়ার বা ব্যাক প্যানেলে থাকতে পারে বড় ক্যামেরা মডিউল। এছাড়াও কার্ভড ডিসপ্লে থাকতে পারে লাভা অগ্নি ২ ৫জি ফোনে। এক্সক্লুসিভ ভাবে অ্যামাজন থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা।


আরও পড়ুন- হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা