কলকাতা: সুদীপ্ত সেনের চাঞ্চল্যকর অভিযোগের পরেই তৃণমূলের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সুদীপ্ত সেনের অভিযোগের ভিত্তিতে এখনই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে তদন্ত করার দাবি করা হয়েছে তৃণমূলের তরফে।  


কুণালের তোপ:
কুণাল ঘোষ (Kunal ghosh) বলেন, 'আমি সারদার মিডিয়া সেকশনে চাকরি করেছি, অনেক মানুষ সমস্যায় রয়েছেন। কিন্তু কিন্তু হু ইজ শুভেন্দু, ও সারদায় কেন গিয়েছিল? চাকরি করতে গিয়েছিল?' সুদীপ্ত সেনের চিঠিতে ছত্রে ছত্রে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে দাবি কুণালের। তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী ব্ল্যাকমেল করে করে টাকা নিয়েছে। সেবি দেখে দেব বলে টাকা নিয়েছে। বিপদে দেখব বলে টাকা নিয়েছে। সব অভিযোগ লেখা রয়েছে চিঠিতে। যার সংস্থার বিরুদ্ধে মামলা, তার মালিক খোদ বলছেন।' এই অভিযোগের ভিত্তিতে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবি তোলা হয়েছে তৃণমূলের সাংবাদিক সম্মেলনে। তাপস রায়ের পাশাপাশি কুণাল ঘোষও এই দাবি করেন। 


রাজ্যপালকেও তোপ:
এই চিঠিগুলি রাজ্যপালের কাছে পাঠানো হবে। সেগুলি ইডি-সিবিআইয়ের কাছে পাঠাক রাজ্যপাল, তোপ কুণাল ঘোষের। কিন্তু না পাঠালে ধরে নেওয়া হবে কোনও কিছুর বিনিময়ে শুভেন্দুকে আড়াল করছেন রাজ্যপাল, অভিযোগ তৃণমূল নেতা কুণাল ঘোষের।


দেবাংশুর টুইট:
টুইট করে কটাক্ষ করেছেন তৃণূমল নেতা দেবাংশু ভট্টাচার্যও। টুইটে তিনি বলেন,'সিবিআই আরও গভীরে গিয়ে তদন্ত করুক। সারদাকর্তা স্পষ্ট করে বললেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী কেন অপরাধীদের আশ্রয় দিচ্ছেন, বিচার কোথায়?'


এদিন এই বিষয়ে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন, 'এসব কথার উত্তর দেব না'। বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য, 'মানুষ কুণাল ঘোষের অসহায় অবস্থার কথা বলতে চাইতেন। তাঁর উপর অবিচারের কথা বলতে চাইতেন। পুলিশ তখন বনেট চাপড়ে থামিয়ে দিত। মানুষ আজ সুদীপ্ত সেনের ক্ষেত্রেও পুলিশকে দেখেছে।'


আরও পড়ুন: 'টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে', সারদাকর্তা সুদীপ্ত সেনের মন্তব্য শোরগোল