সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : বাগুইআটির দুই কিশোরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজ্য তোলপাড়। পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। তদন্তের ভার এখন সিআইডির হাতে। এই পরিস্থিতিতেই বাগুইআটির নিহত কিশোরদের নিয়ে ভয়ঙ্কর এক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
'নিহত কিশোরদের একজন মাদকাসক্ত'
তৃণমূল সাংসদের দাবি, নিহত কিশোরদের একজন মাদকাসক্ত ছিল। তিনি বলেন, খারাপ লাগছিল ছেলে দুটির অভিভাবকরা হাহাকার করছিলেন কিন্তু মাত্র ষোল বছরের একটি ছেলে কীভাবে এম টেনের নেশা করে ? lতিনি আরও বলেন, দুই কিশোর ৫০ হাজার টাকা কোথা থেকে পেল? বরানগরে তৃণমূল সাংসদের মন্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।
বোঝা গেছে ওঁর বাহাত্তর পার হয়েছে : দিলীপের পাল্টা
এই বক্তব্যের ভিডিও সামনে আসার পরই তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' কীভাবে একথা জানলেন সৌগত রায় ? উনি কি সাপ্লাই করতেন ? তিনি আরও বলেন, ' বোঝা গেছে ওঁর বাহাত্তর পার হয়েছে। এবার রাঁচি ঘুরে আসুন। ' বাগুইআটিতে নিহত কিশোরদের মাদকাসক্ত বলে দাবি করায় সৌগত রায়কে দিলীপ ঘোষ বলেন, তাঁর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।
সৌগত রায়কে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ' সৌগতবাবু সকলের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বেড়ান, নিজেরটা দেন না কেন ? উনি তো একজন অচেনা লোকের থেকে টাকার বান্ডিল নিয়ে থ্যাঙ্ক ইউ বলেছিলেন '। এছাড়াও সুজন বলেন, মৃতের চরিত্র বিশ্লেষণ করা এই সরকারের স্বভাব!
এর আগেও একটি ভাইরাল ভিডিওয় বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় সৌগত রায়কে। তিনি বলেন, 'যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।' এর জবাব দিতে দেরি করেননি দিলীপ ঘোষ । ' একজন অধ্যাপক, সে ডায়োলগ মারছে, পিঠের ছাল গুটিয়ে দেব, পায়ের জুতো বানাব। আপনি সাবধানে থাকুন, পিঠের ছাল, কোমরের কাপড় কিছুই থাকবে না পরবর্তীকালে।' দিলীপ আর সৌগত - দুই সাংসদের বাগযুদ্ধে সরগরম বঙ্গ রাজনীতি।
আরও পড়ুন :
' কোথা থেকে আসবে? কে দিচ্ছে টাকা?' মন্তব্যে এবার দলের অস্বস্তি বাড়ালেন শোভনদেব