মুন্না আগরওয়াল এবং বাচ্চু দাস, বালুরঘাট, দার্জিলিং: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই উপলক্ষে জেলার শিব মন্দিরগুলিতে শনিবার থেকে ছিল ভক্তদের ভিড়। অনেকেই শনিবার থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছিল, সোমে শিবের মাথায় জল নিবেদন করার উপলক্ষে পাড়ি দিয়েছিল। তবে বাবার মাথায় জল ঢালার আগেই পথেই মর্মান্তিক মৃত্যু হয়েছে একাধিক পুণ্যার্থীর।
এর মধ্যে বালুরঘাটে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নাবালকের। পতিরামে শিবমন্দিরে জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় মৃত্যু ৯ বছরের নাবালকের। জানা গিয়েছে, ওই নাবালকের বাড়ি বালুরঘাটের। রঘুনাথপুরে সময়মত চিকিৎসক না আসায় বালুরঘাট হাসপাতাল ভাঙচুরও চালানো হয়।
দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে ভোরবেলায় শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর জখম হয় ওই নয় বছরের নাবালকের। জখম নাবালককে বালুরঘাট জেলা হাসপাতালে আনা হলে দু'ঘণ্টা পরও চিকিৎসক না আসার অভিযোগ ওঠে। প্রতিবাদে ওয়ার্ডে ভাঙচুর চলে রোগীর পরিবারের।
আরও পড়ুন, 'চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি', ভয়াবহ নৃশংসতার পরও নির্বিকার, নিরুত্তাপ সঞ্জয়
অন্যদিকে, জংলি বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল বেশ কয়েকজন শিব ভক্তের। সোমবার সাত সকালে বেশ কয়েকজন শিব ভক্ত পায়ে হেঁটে বাগডোগরা জংলি বাবা মন্দিরে জল ঢালতে যাচ্ছিলেন। সে সময় পিছন দিক থেকে আসা একটি ছোট চার চাকার গাড়ি সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শিব ভক্ত প্রাণ হারায় বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিশ এবং দমকল কর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাটি ঘটেছে বাগডোগরা সংলগ্ন মুনি চা বাগান এলাকায়।
বিহারের জেহানাবাদে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষ্যে রাত থেকেই পুণ্যার্থীদের ভিড় জমে জেহানাবাদের সিদ্ধেশ্বরনাথ মন্দিরে। শিবের মাথায় জল ঢালার সময় হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ বিশৃঙ্খলা থামাতে লাঠিচার্জ করায় ছুটোছুটিতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে