মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (t20 word cup) পর নিজেই সেই ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ওয়ান ডে (oner day) ফর্ম্যাটে তাঁকে বোর্ডের তরফেই সরিয়ে দেওয়া হল। কিন্তু আচমকা এরকম করা হল কেন? প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে আসছে নতুন কিছু। সূত্রের খবর, বিরাটকে (virat kohli) নাকি সময় দেওয়া হয়েছিল। কিন্তু বিরাট নিজে থেকে ওয়ান ডে নেতৃত্ব ছাড়তে রাজি হননি। তাই শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক নির্বাচিত করে বিসিসিআই। 


সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে কোহলিকে নেতৃত্ব ছাড়ার জন্য নাকি ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এই বিষয় আগেই আভাসও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নাকি সরতে রাজি হননি। তখনই আচমকাই বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে রোহিত শর্মার নাম ঘোষণা করে দেওয়া হয়। 


বিরাটের অধিনায়কত্বে কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। অন্যদিকে রোহিত টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় পেয়েছেন অধিনায়ক নির্বাচিত হওয়ার পর। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে পর্যাপ্ত সময় দিতে চায় বোর্ড। 


পাশাপাশি আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় স্কোয়াডও ঘোষণা করা হয় এদিন। যেখানে ঘোষিত ১৮ জনের দলে ফিরেছেন হনুমা বিহারী। টেস্ট দলের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলিই। পাশাপাশি ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব আজিঙ্কা রাহানের বদলে তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার কাঁধে।


 


একঝলকে দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় টেস্ট স্কোয়াড-


 


বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ। 


আরও পড়ুনঃ আইপিএল থেকে নীরজ চোপড়া, গুগলে বর্ষসেরা সার্চ তকমা যাদের