কলকাতা: পিছিয়ে নয়, সমাজের মূল স্রোতে এগিয়ে চলুক সমাজের বিশেষভাবে সক্ষম মানুষরাও। সেই ভাবনা থেকেই সমাজ সেবায় এগিয়ে এল ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি, পাশে দাঁড়ালো বিশেষভাবে সক্ষম মানুষের।


সম্প্রতি বহরমপুরে অনুষ্ঠিত হলো বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে একটি হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা শিবির। অনুষ্ঠানের আয়োজন করেছিল স্বনামধন্য হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শ্রী রণ দাস, যুগ্ম সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী। 




ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরির ভূয়সী প্রশংসা করেছেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ডঃ সমীর শীল। তিনি জানিয়েছেন এই সংস্থা সবসময়ই সমাজ সেবামূলক অনুষ্ঠানের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হোমিওপ্যাথির মূল ধারার ওষুধ অর্থাৎ ডাইলুশন, মাদার টিংচার এবং বায়ো কেমিক ইত্যাদির মাধ্যমে রোগ নিরাময় করা সংস্থার মূল উদ্দেশ্য। এমনটাই জানিয়েছেন সংস্থার কর্ণধার শ্রী চঞ্চল চন্দ্র দেব।




তিনি আরও জানিয়েছেন ভবিষ্যতেও এই ধরনের সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান করার ক্ষেত্রে সংস্থা অগ্রণী ভূমিকা পালন করবে। 




ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরির রিউমালিন ট্যাবলেট ইতিমধ্যেই হোমিওপ্যাথিক চিকিৎসক মহলে বেশ সাড়া ফেলেছে। আগামী বছর ১৩ জুলাই রজত জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে সংস্থার সর্বভারতীয় সম্মেলন হতে চলেছে কলকাতার সায়েন্সসিটি অডিটোরিয়াম হল এ।