নয়া দিল্লি: তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে নরেন্দ্র মোদি (Narendra Modi)। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) আমন্ত্রণে জি সেভেন সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ইতালি (Italy) পৌঁছেছেন মোদি। জি সেভেন সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে নরেন্দ্র মোদির।                                           

  


পাশাপাশি বেশ কয়েক জন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি সহ একাধিক আন্তর্জাতিক ইস্য়ুতে জি সেভেন সম্মেলনে আলোচনা হতে পারে।  


এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বৃহস্পতিবার অন্য রূপে দেখা যায়। চিরাচরিত হ্যান্ডশেকের সেরে  G7 শীর্ষ সম্মেলনে আগত বিশ্বনেতাদের সঙ্গে নমস্তের সঙ্গে অভ্যর্থনা জানালেন। প্রধানমন্ত্রী মেলোনির সেই শুভেচ্ছার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 


  






আরও পড়ুন, 'শহরের মানুষ বেশি চালাক, তাই একটাকাও নয়', কোচবিহার জয়ের পরেই হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর


ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইতালির প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডর লেয়েনকে  ভারতীয় অভিবাদন পদ্ধতিতে স্বাগত জানাচ্ছেন। 


জানা গিয়েছে, আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, কেনিয়া, মৌরিতানিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া এবং তুরস্কের নেতারাও এই  সম্মেলনে যোগ দেবেন।  রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এই সমম্মেলনে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।


সূত্রের খবর, এই সফরকালে বিশ্বের তাবড় নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করবেন মোদি।                                                     


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে