ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) বিদেশযাত্রা নিয়ে সরব বিরোধীরা। মূলত চিকিৎসার জন্য় গতকালই আমেরিকা পাড়ি দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এদিকে, আগামীকাল সুপ্রিমকোর্টে অভিষেক-রুজিরার বিদেশযাত্রা সংক্রান্ত মামলার শুনানি। এনিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল (TMC)। 


অভিষেকের বিদেশ সফর ঘিরে প্রশ্ন বিরোধীদের


 এদিকে, রাত পেরোলেই শুক্রবার, সুপ্রিম কোর্টে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার মামলার শুনানি। তার দুদিন আগে, বুধবারই বিদেশ সফরে গেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সূত্রের খবর, বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশে রওনা হন অভিষেক। সেখান থেকে আমেরিকা পাড়ি। ৮ অগাস্ট আমেরিকায় তাঁর চিকিৎসার জন্য় অ্য়াপয়েন্টমেন্ট রয়েছে। আর অভিষেকের এই বিদেশ যাত্রা নিয়েই নানা প্রশ্ন তুলছে বিরোধীরা।গতকাল শুভেন্দু বলেছেন,  'এর আগে ওনার শ্যালিকা, অপর আরেক অভিযুক্তা ২২ সেপ্টেম্বর ২০২২ দেশের বাইরে পালিয়েছেন। আসার কোনও নামগন্ধ নেই। উনিও সপরিবারে পালাতে চাইছেন। আমার পক্ষ থেকে শুভনন্দন থাকল।'


৮ অগাস্ট আমেরিকায় অভিষেকের চোখের অপারেশন


গত ৫ জুন, দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক-জায়া রুজিরা। কিন্তু, কয়লাকাণ্ডে লুক আউট সার্কুলারের কথা বলে তাঁকে আটকে দেয় অভিবাসন দফতর। এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেকের স্ত্রী। সেই মামলাতেই, গত সোমবার, আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন। আগে থেকেই অভিষেকের চোখের অপারেশনের জন্য ৮ অগাস্টের সময় নেওয়া আছে। কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনও লুকআউট সার্কুলার আছে কি না, ইডির কাছে তা লিখিতভাবে জানতে চান অভিষেক। কিন্তু, ইডি তার কোনও জবাব দেয়নি।


আরও পড়ুন, বৃষ্টি বাড়বে মাসের শেষে, আগামী ৪৮ ঘণ্টা ফের ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ


অভিষেকের বিরুদ্ধে কি লুকআউট সার্কুলার জারি করা হয়েছে ? 


এর প্রেক্ষিতে, ইডির কাছে, সুপ্রিম কোর্ট জানতে চায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি লুকআউট সার্কুলার জারি করা হয়েছে?চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে, কেন তাঁকে সেই ছাড়পত্র দেওয়া হবে না? বিচারপতি বলেন, তদন্ত সহযোগিতা করা সত্বেও আপনারা আদালতের পুরনো রায়কে কার্যত উপেক্ষা করছেন। উত্তরে, ইডির আইনজীবী বলেন, তদন্তকারী এজেন্সি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই বিষয়টি জানাতে পারবেন।শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। সূত্রের খবর, ২০ তারিখ আমেরিকা থেকে ফেরার কথা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের।