মুম্বই: অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty) সম্প্রতি বহু অনুরাগীর মনে জায়গা করে নিয়েছেন 'বিগ বস ১৫' (Bigg Boss 15) এবং 'বিগ বস ওটিটি'-তে (Bigg Boss OTT) তাঁর পারফর্ম্য়ান্স দিয়ে। বুধবার অর্থাৎ আজ তাঁর জন্মদিন। আদুরে বোনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)।
এদিন ৪৬ বছরের শিল্পা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ৪৩ বছরের শমিতার জন্মদিন উপলক্ষ্যে একটি সুন্দর ভিডিও পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'ঠিক এভাবেই তোমাকে সবসময় দেখতে চাই... খুশি! এই সমস্ত কিছু এবং আরও বেশি পাও তুমি টুঙ্কি... আমার বাঘিনী। আশা করি এই জন্মদিনে অনেক খুশির সারপ্রাইজ পাও তুমি এবং তোমার সমস্ত স্বপ্ন সত্যি হোক। খুব ভালবাসি ও তোমার জন্য আমরা গর্বিত! আগামী বছর খুব ভাল কাটুক, আমার জান।'
প্রাক্তন 'বিগ বস' সঞ্চালক শিল্পা সর্বদা তাঁর বোনের পাশে দাঁড়িয়েছেন। যখনই শোয়ে কোনও বিতর্কে জড়িয়েছেন শমিতা, তখনই পাশে পেয়েছেন শিল্পাকে।
'বিগ বস ১৫'-এর অন্যতম শক্তিশালী প্রতিযোগী ছিলেন শমিতা শেট্টি। তিনি শেষ পাঁচে পৌঁছন এবং চতুর্থ স্থান অধিকার করেন।