মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর : যে রাজ্যে দিনের পর দিন চাকরি ফেরত চেয়ে পথে নেমেছেন হাজার হাজার স্কুল শিক্ষক...যে রাজ্যে চাকরি হারানোর মানসিক চাপ সহ্য করতে না পেরে শিক্ষকের মৃত্যুর অভিযোগ ওঠে...সেই রাজ্যেই এবার এক স্কুল শিক্ষকের শ্বশুরবাড়িতে মিলল টাকার পাহাড়। বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে সেই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ধৃত শিক্ষকের বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।

অনলাইন গেম ও বেটিং চালানোর অভিযোগে কিছুদিন আগে গঙ্গারামপুর থানার পুলিশ পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। এরপর একই অভিযোগে শনিবার গ্যাংটক থেকে বিশাল দাস ও অপূর্ব সরকার বলে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক। তিনি নাকি বেশ কিছুদিন স্কুলেও যাচ্ছিলেন না। অপূর্বকে গ্রেফতার করার পরই তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ থেকেই পুলিশ টাকার খবর পায়। তারপর  রবিবার গঙ্গারামপুরের SDPO দীপাঞ্জন ভট্টাচার্যর নেতৃত্বে বালুরঘাটের রঘুনাথপুরে শিক্ষকের শ্বশুরবাড়িতে হানা দিয়ে তাড়া তাড়া নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। শোয়ার ঘরে বক্স খাটের ভিতরে রাখা ছিল ১ কোটি ২০ লক্ষ টাকা। বাকি টাকা গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়। বেটিং চক্রে আর কেউ জড়িত কি না, তার খোঁজ চলছে।