কলকাতা : সামনেই কালীপুজো ও দীপাবলির উৎসব। মাসের শেষ দিনেই কালীপুজো। সেই উপলক্ষে এবার বিশেষ উদ্যোগ নিল রেল। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা ডিভিশনে চালানো হবে অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন। এমনই জানানো হল পূর্ব রেলের সদর দফতর থেকে।


কী রকম হল সূচি ?


শিয়ালদা-ডানকুনি-শিয়ালদা-


EMU স্পেশাল (এক জোড়া) : ৩১ তারিখ রাত ১১.৩০ টায় শিয়ালদা থেকে ছেড়ে ১ নভেম্বর রাত ১২.১৫ টায় ডানকুনি পৌঁছাবে এবং ডানকুনি থেকে রাত ১২.২৫ মিনিটে ছেড়ে রাত ১.০৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।


শিয়ালদা-বারাসাত-শিয়ালদা-


EMU স্পেশাল (এক জোড়া) : শিয়ালদা থেকে রাত ১২.১০ মিনিটে ছেড়ে ১ নভেম্বর রাত ১২.৫৫ মিনিটে বারাসাতে পৌঁছাবে এবং বারাসাত থেকে রাত ১.১০ মিনিটে ছেড়ে রাত ১.৫৫ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।


শিয়ালদা-রাণাঘাট-শিয়ালদা-


EMU স্পেশাল (এক জোড়া) : শিয়ালদা থেকে রাত ১২.৪০ মিনিটে ছেড়ে ১ নভেম্বর রাত ২.৩০ মিনিটে রাণাঘাটে পৌঁছাবে এবং ৩১ অক্টোবর রাত ১১.৪৫ মিনিটে রাণাঘাট থেকে ছেড়ে রাত ১.৪০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।


শিয়ালদা-বারুইপুর-শিয়ালদা-


EMU স্পেশাল (এক জোড়া) : শিয়ালদা থেকে রাত ১২.৩০ মিনিটে ছেড়ে ১ নভেম্বর রাত ১.১৫ মিনিটে বারুইপুর পৌঁছাবে এবং বারুইপুর থেকে রাত ১.২৫ মিনিটে ছেড়ে রাত ২.১০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে।


[/fb]


এদিকে সদ্য শেষ হয়েছে ঘূর্ণিঝড় 'দানা'-র দাপট। এর জেরে বিশাল ঝড় না হলেও, তুমুল বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? এনিয়ে জানাল হাওয়া অফিস।


কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ?


আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩০ অক্টোবর থেকে টানা পরপর ক'দিন হালকা-মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দু'-এক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে। ৩০ ও ৩১ অক্টোবর দক্ষিণবঙ্গের দু'-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাসের শেষে দুর্যোগের মুখোমুখী হবে উত্তরবঙ্গও।


এদিকে ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাবে সমস্যা হতে পারে, এই আশঙ্কায় গত পরশু রাত ৮টা থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন বন্ধ ছিল। পূর্ব নির্ধারিত সময় মেনেই পরের দিন সকাল ১০টা থেকে শুরু হয় ট্রেন চলাচল। যার জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অপেক্ষারত যাত্রীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।