কলকাতা: কালীপুজোয় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত যাত্রী চলাচলের জন্য আগামী ২০ অক্টোবর রাতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ২০ অক্টোবর থেকে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটায় আরও বেশি ট্রেন চলবে। আগামী ২০ তারিখ কালীপুজো, পরেরদিন দীপাবলি। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ ট্রেন। 

Continues below advertisement

ওই দিন রাতে শিয়ালদা – ডানকুনি, শিয়ালদা – বারাসাত, শিয়ালদা – রানাঘাট, শিয়ালদা – বারুইপুরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। কালীপুজোর দিন আগামী সোমবার শিয়ালদা ডিভিশনের ৬ টি AC লোকাল সহ শহরতলীর সমস্ত ট্রেন পরিষেবা  সাপ্তাহিক দিনের সময় সূচি অনুযায়ী চলবে।                   

আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুপুর ১ টার পরে কোন ট্রেন নৈহাটির ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে না। নৈহাটি লোকাল গুলি ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাতায়াত করবে। EMU স্পেশাল ট্রেন গুলি যাতায়াতের পথে ফ্ল্যাগ স্টেশন ও হল্ট ষ্টেশন সহ সমস্ত ষ্টেশনে থামবে। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা স্টেশনে সমস্ত টিকিট বুকিং কাউন্টার গুলি ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। 

Continues below advertisement

পূর্ব রেলের তরফে এও জানান হয়, গুরুত্বপূর্ণ স্টেশন গুলি শিয়ালদা, বিধান নগর, কলকাতা, দমদম জংশন, ব্যারাকপুর, নৈহাটি,  বারাসাত, কৃষ্ণনগর স্টেশনে ‘May I Help You’ বুথ খোলা হবে এবং পুলিশ, হাসপাতাল, ফায়ার ব্রিগেড সহ গুরুত্বপূর্ণ ফোন নম্বর গুলি সহায়তার  জন্য ডিসপ্লে করা থাকবে। রেল সূত্রে বলা হয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত  কোনও গ্যালোপিং লোকাল থাকছে না। সব ট্রেন সব স্টেশনে থামবে। বিশেষ নজর দমদম, বারাসাত, নৈহাটি, বিধাননগর রোড স্টেশনে।                            

উৎসবের মরশুমে এই পরিষেবা দেওয়াই নয়, পূর্ব রেল যাত্রী নিরাপত্তাতেও জোর দিচ্ছে। সুরক্ষার জন্য প্রতিটি স্টেশনে বিশেষ নজরদারি, প্ল্যাটফর্মের ভিড় সামলাতে রেল পুলিশ মোতায়েন করা-সহ একগুচ্ছ পদক্ষেপ করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় থাকবে একটি বিশেষ প্রশিক্ষিত দলও।