কলকাতা: আজ শিয়ালদা মেট্রোর উদ্বোধন। তবু শিয়ালদা মেট্রোর উদ্বোধন ঘিরে তরজা জারি। আজই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মেট্রোর উদ্বোধন করবেন। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীকে (Cm Mamata Banerjee) আমন্ত্রণ জানানোয় উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ‘ঠিক সময়ে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। খড়গপুরে কোনও প্রশাসনিক বৈঠকে সাংসদকে ডাকা হয় না। বিজেপি (BJP) সবাইকে নিয়ে চলতে চায়। তৃণমূলের যাওয়ার মুখ নেই, তাই ভয়ে যাচ্ছেন না।’ কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেতালবাগিচা এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি এই মন্তব্য করেছেন।
কাজ শেষ, অবশেষ দীর্ঘ টালবাহানা ও জল্পনার পর মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা CRS’র ছাড়পত্র! এই অবস্থায় অবশেষে চালু হচ্ছে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের পরিষেবা। আজ শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে, স্থানীয় সাংসদ ও তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে।
কিন্তু, শুরুতে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর শিয়ালদা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় তৈরি হয় বিতর্ক। সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধনের দিন দুপুরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার GTA’র শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কথা।
এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম মন্তব্য করেন, বাংলার মানুষকে এইভাবে বোকা বানানো যায় না। বাংলার মানুষ জানে এই মেট্রো সম্প্রসারণ থেকে পরিকল্পনা টোটালটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। এরা মানুষের কাজ করবে কি করে। শুধু হিংসা রাজ্যের জন্য নয় মানুষের জন্য নয়, শুধু পার্টির জন্য বিজেপির জন্য।
এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের, প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানেও আমন্ত্রিতদের তালিকায় ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সম্প্রতি, কামারকুণ্ডুর রেল ওভার ব্রিজের উদ্বোধন নিয়ে কেন্দ্র-রাজ্যের দড়ি টানাটানি চরমে ওঠে। প্রথমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যাতে রেলের তরফে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
এর পর, ৭ দিনের মধ্যে ফের ওই রেল ওভার ব্রিজের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী। তাতে অবশ্য হুগলির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
তবে গতকাল অর্থাৎ রবিবার শেষ মুহূর্তে মুখ্য়মন্ত্রীর কাছে আমন্ত্রণ গিয়েছে বলে খবর। যদিও সকাল হতেই ফের বিতর্ক তৈরি হয়। সোমবার সকালে আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসার পর দেখা যায় সেখানে নাম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, নাম ছিল না মেয়র এবং রাজ্যপালেরও।