অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাত পেরিয়ে দিন, শিয়ালদা স্টেশনে চরমে যাত্রী দুর্ভোগ। স্টেশনেই রাত কাটল অসংখ্য যাত্রীর। রেলের বিরুদ্ধে অব্যবস্থার একরাশ অভিযোগ উঠেছে। রাতভর বিক্ষোভ চলে শিয়ালদা স্টেশনে। সম্প্রসারণের কাজের জন্য শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম বন্ধ থাকায় সপ্তাহের শেষেও চরম ভোগান্তিতে নিত্য় যাত্রীরা।
আজ দুপুর পর্যন্ত বন্ধ থাকছে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। ফলে শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। দেরিতে ঢুকছে ট্রেন। বাতিল হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন। দুঃসহ গরমে ট্রেনে বাদুড়ঝোলা ভিড়। দুুপুরের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। সম্প্রসারণের কাজ শেষ হলে জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে বলে আশা করছেন রেলের কর্তারা।
আরও পড়ুন, 'রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না', বিস্ফোরক দিলীপ! 'বড় বড় জ্ঞান দিচ্ছেন', পাল্টা শুভেন্দু
শিয়ালদা সেকশনে এখন দিনে চলছে ৮০৬টি লোকাল ট্রেন। তার মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদা পর্যন্ত না গিয়ে দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে সেগুলি। শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করছে। সম্প্রসারণের কাজ শেষ হলে জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে বলে আশা করছেন রেলের কর্তারা।
রেল সূত্রে খবর, রবিবার এই কাজ শেষ হলে, শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলি দমদমের দিকের অংশ ৬০ মিটার করে বাড়ানো হবে। তার জন্য চলতি মাসেই ফের ২-৩দিনের ট্রেন চলাচল বিঘ্নিত হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে