শিবাশিস মৌলিক, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন। গতকাল সিউড়ির (Siuri) জনসভায় আগামী লোকসভা নির্বাচনের (Losabha Election) জন্য বঙ্গ ব্রিগেডকে ৩৫ আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শা। পঞ্চায়েত (Panchayat) ও লোকসভা ভোটে রাজ্য নেতৃত্বের ভূমিকা কী হবে, তা নিয়ে গতকাল নিউটাউনের হোটেলে একদফা বৈঠক করেন তিনি। 


আজ সকালে ঘরোয়া মেজাজে আরও একদফা বৈঠক করবেন অমিত শা। সকাল হতেই শাহের ঘরে রাজ্য নেতৃত্বের আনাগোনা শুরু হয়েছে। এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। বৈঠক শেষে সফর সূচি অনুযায়ী, সকাল পৌনে ১১টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে, সাড়ে ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।


অনুব্রতহীন বীরভূমে, বিজেপি কর্মীদের উদ্দেশে পঞ্চায়েত ভোটের ভোকাল টনিক দিয়ে গেলেন অমিত শাহ। সূত্রের খবর, দলের বৈঠকে তিনি বলেন, শাসক দল বাধা দিলে, জবাব দিতে হবে। আগামী বছরের লোকসভা ভোটে, বীরভূম কেন্দ্রে জয়ের জন্য়ও সবাইকে ঝাঁপাতে নির্দেশ দেন অমিত শাহ। তৃণমূল অবশ্য় এসবে কোনও গুরুত্ব দিচ্ছে না।


পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে এলেও, অমিত শাহ বক্তব্যর ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন, তাঁর নজর ২০২৪-এর লোকসভা ভোটে। সভার পর জেলা কোর কমিটির সদস্য, মণ্ডল প্রতিনিধি, বিধানসভার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, সেখানে তিনি বলেন, গত লোকসভা ভোটে অনুব্রত মণ্ডল থাকা সত্ত্বেও, বীরভূম কেন্দ্রে জয়ের ব্যবধান এমন কিছু ছিল না। এবার যেভাবে হোক, বীরভূম লোকসভা কেন্দ্রে জিততেই হবে।                                                             


আরও পড়ুন, পয়লা বৈশাখে মা-কে প্রণাম করেই বছর শুরুর বাসনা, মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়


বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতেছিল ৮৮ হাজার ৯৪২ ভোটে। বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভার মধ্য়ে ৬টিতেই এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু, বীরভূমের অন্তর্গত ৭টি বিধানসভার মধ্য়ে ৪টিতে এগিয়ে ছিল বিজেপি। এই প্রেক্ষাপটে ২০২৪-এর আগে বীরভূম আসনটিকে পাখির চোখ করছে বিজেপি।