সুনীত হালদার, হাওড়া: হাওড়া (Howrah) ময়দানের ফাঁসিতলা এলাকায় দু’পক্ষের গন্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গতকাল রাতে একাধিক দোকান ও ৭-৮টি গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হন।                                 

  


দু’পক্ষের গন্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনা: দুই গোষ্ঠীর সংঘর্ষে বুধবার রাতে  উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ফাঁসিতলা। ঘটনার সূত্রপাত টিকিয়াপাড়া বাজার থেকে ফাঁসিতলা পর্যন্ত একটি মিছিলকে কেন্দ্র করে। মিছিলে কে বা কারা ইট ছোড়ে বলে অভিযোগ। তা ঘিরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত হয়েছেন দু'পক্ষের ৮ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া, শিবপুর সহ একাধিক থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র‍্যাফ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন হাওড়া থানার ওসি সহ ৪ পুলিশকর্মী। ঘটনায় তৃণমূলের স্থানীয় ওয়ার্ড সভাপতি ও প্রাক্তন কাউন্সিলরের স্বামী রোহিত আলমের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। ঘটনার পর থেকে থমথমে এলাকা। দোকানপাঠ বন্ধ রয়েছে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পিকেট বসানো হয়েছে। মোতায়েন রয়েছে র‍্যাফ। এবিষয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, “যে ঘটনা ঘটে থাকুক বাঞ্চনীয় নয়। হওয়া উচিত নয়। দু'পক্ষেরই কিছু ভূমিকা আছে। পুলিশ ব্য়াপারটাকে দ্রুত সমস্য়ার সমাধান করেছে। এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। যাতে আর কোনও অশান্তি না হয়।’’


এর আগে গত মাসে উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়ার মল্লিকপোল জগদীশপুর এলাকায়। অভিযোগ ওঠে,রাত হলেই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বসে মদের আসর। সেই আসরে যোগ দেয় পুলিশও। মত্ত অবস্থায় মহিলাদের কটূক্তি, মদের বোতল ভাঙাভাঙি, হই-হল্লা চলে রাতভর। গ্রামবাসীদের অভিযোগ করেন অন্যান্য দিনের মতো  বড়দিনের রাতেও একই ঘটনা ঘটে। প্রতিবাদ করায় রাজাপুর থানার পুলিশ তাঁদের মারধর ও লাঠিচার্জ করে বলে অভিযোগ।                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Dilip Ghosh: 'গাড়ির গতি ভারতে ২০০ কিমি হয় কি না জানা নেই' মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা প্রসঙ্গে দিলীপ