আবীর দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কলকাতার অভিজাত হোটেল তাজ বেঙ্গলে জারি ১৪৪ ধারা। নেপথ্যে তৃণমূলের ২ হেভিওয়েটের দ্বন্দ্ব? অন্তত তেমনটাই অভিযোগ হোটেলের কর্মীদের। এই পরিস্থিতিতে হোটেল কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানাল, সব অতিথিদের জন্যই খোলা রয়েছে তাজের দরজা।
একজন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য আর একজন কালীঘাটের হেভিওয়েট বৃত্তের প্রাক্তনী। অভিযোগ, কলকাতার অন্যতম অভিজাত হোটেল তাজ বেঙ্গল চত্ত্বরে ১৪৪ ধারা জারির নেপথ্যে রয়েছে এই দুই হেভিওয়েটের দ্বন্দ্বই।
প্রাক্তন বনাম বর্তমান মন্ত্রীর 'দ্বন্দ্বে'ই কি এবার জেরবার হতে হচ্ছে তাজ বেঙ্গল হোটেলকেও? ঘটনার সূত্রপাত মাসকয়েক আগে। হোটেলের এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ৫ কর্মীকে সাসপেন্ড করে হোটেল কর্তৃপক্ষ। সাসপেন্ডেড কর্মীদের কাজে ফেরত নেওয়ার দাবি তোলে তাজ বেঙ্গল হোটেল কর্মীদের একাংশ। কিন্তু, অপর গোষ্ঠী তা মেনে নিতে রাজি হয়নি।
তাজ বেঙ্গলের এক কর্মচারী বলেন, 'আমরা মদন মিত্রের লোক। নির্দিষ্ট কিছু লোক এখানে নিয়োগ করানোর জন্য ঝামেলা করছে। এখানে অবস্থা খুব খারাপ। এরা ববি হাকিমের লোক।'
বক্তব্য-পাল্টা বক্তব্য:
এই নিয়ে প্রশ্ন করা হলে, ফিরহাদ হাকিমের মুখে উঠে এসেছে বহিরাগত তত্ত্ব। পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'তাজ বেঙ্গল আমাদের নিজেদের জায়গা সেখানে কারোর আসার দরকার নেই। এটা আমাদের লোকাল প্রবলেম। আমি ওখানে বরো চেয়ারম্যান ছিলাম, বিধায়ক ছিলাম, এখন মুখ্যমন্ত্রীর বিধায়ক এলাকা আমি দেখাশোনা করি। এটা আমরা মিটিয়ে দেবো বাইরে থেকে কারুর আসার দরকার নেই। সবকিছু মিটিয়ে দেবো।'
কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, 'আমি ট্যাক্সি ইউনিয়ন করা লোক। যদি চাইতাম তাহলে তো মমতার বাড়িতে গিয়ে পা ধরে মন্ত্রিত্ব নিয়ে নিতে পারতাম। অভিষেক বলছে মানুষ যাকে বাছবে সেই প্রার্থী হবে, আর কেউ বলছে আমি নেতা হব। এটা হয়?'
দুই তৃণমূল নেতার দ্বন্দ্ব নিয়ে তোপ দেগেছেন তাজ হোটেলের কর্মী ইউনিয়নের প্রাক্তন সদস্য তথা বিজেপি নেতা রাকেশ সিং। তিনি বলেন, 'তাজ হোটেলের কর্মী ইউনিয়ন থেকে ৪ মাস আগে রিজাইন করি। গত পরশু দিন যে ঘটনা ঘটেছে তার বিরোধী। টাটারা চলে গেছে, তারপরও এখানে এরা এই ঘটনা ঘটিয়েছে।'
এখানে অভিনেতা-অভিনেত্রী-খেলোয়াড় অনেকেই আসেন। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এমন ঘটনায়। এই পরিস্থিতিতে, তাজ হোটেলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে সকল অতিথিদের জন্য খোলা রয়েছে তাজ বেঙ্গল। সবকিছু নিয়মমাফিকই চলছে। সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।
আরও পড়ুন: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?