সন্দীপ সরকার, কলকাতা: তিনি পাঞ্জাব কিংসের (Punjab Kings) সেরা ব্যাটিং অস্ত্র। সেই শিখর ধবনই সোমবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে উদয় হলেন। ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন। স্পর্শ করলেন এক অনবদ্য মাইলফলকও। 


আইপিএলে হাফসেঞ্চুরির হাফসেঞ্চুরি হয়ে গেল বাঁহাতি ব্যাটারের। কেরিয়ারের ২১৫তম আইপিএল ম্যাচে পঞ্চাশটি হাফসেঞ্চুরি হয়ে গেল দিল্লির তারকার।


সোমবার ৪৭ বলে ৫৭ রান করলেন শিখর। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। স্ট্রাইক রেট? ১২১.২৭। সোমবার তিনিই পাঞ্জাব কিংসের সর্বোচ্চ স্কোরার। প্রথমে ব্যাট করে কেকেআরের বিরুদ্ধে পাঞ্জাব তুলেছে ১৭৯/৭। সেই স্কোর সম্ভবই হতো না, যদি না অভিজ্ঞ ধবন নাইট বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। আইপিএলে ২টি সেঞ্চুরিও রয়েছে ধবনের।


ষোড়শ আইপিএলে একটা সময় অরেঞ্জ ক্যাপ ছিলস ধবনের দখলে। পরে অবশ্য তিনি চোট পেয়ে বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে চলে যান। তিনটি ম্যাচে খেলতেও পারেননি তিনি। ধবনের পরিবর্তে সেই তিন ম্যাচে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন স্যাম কারান। তবে চোট সারিয়ে সুস্থ হয়ে ফিরে ফের স্বমেজাজে ধবন। সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়েও ঢুকে পড়েছেন।


 






সামনে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেখানে কি ফের ভারতীয় দলে ফিরতে পারেন ধবন? আশা ছাড়ছেন না পাঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাফর বলেছিলেন, 'ধবন অভিজ্ঞ। সবচেয়ে বড় কথা, আইসিসি টুর্নামেন্টে দুরন্ত রেকর্ড শিখরের। আইপিএলে ভাল খেললে কে বলতে পারে ওয়ান ডে বিশ্বকাপে ওর সামনে ভারতীয় দলের দরজাটা ফের খুলে যাবে না!'                                                                                                                        



আরও পড়ুন: আইপিএলে নারাইন ম্যাজিক কি শেষ? রহস্যভেদ করে ফেলেছেন ব্যাটাররা?