কলকাতা: এবারই কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে তিনি প্রথম আইপিএলে (IPL) খেলছেন। আর প্রথমবারই নজর কেড়ে নিয়েছেন রহমনুল্লাহ গুরবাজ। ব্যাট হাতে তো বটেই, উইকেটকিপিংয়েও। সোমবার ফের একবার উইকেটকিপিংয়ে নিজের দক্ষতার পরিচয় দিলেন আফগান ক্রিকেটার। নিলেন দুটি অসাধারণ ক্যাচ।


সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচেও দুর্দান্ত ক্যাচ নিয়ে সকলের নজর কেড়েছিলেন তিনি। এদিনও সেই একই ছন্দে দেখা গেল আফগান ক্রিকেটারকে। হর্ষিত রানার বল প্রভসিমরন সিংহের ব্যাটের কানায় লাগে। প্রথমে ডানহাত বাড়িয়েছিলেন গুরবাজ। কিন্তু বল তালুবন্দি করতে পারেননি গুরবাজ। কিন্তু দ্বিতীয়বারে কোনও রকম ভুল করেননি তিনি। শরীর শূন্যে ভাসিয়ে দুরন্ত ক্ষিপ্রতায় বল লুফে নেন তিনি। সেই ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।


 






এই আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন গুরবাজ। ব্যাটে হোক বা উইকেটের পিছনে, সাবলীল গুরবাজ। কেকেআরকে ভরসা দিচ্ছেন তিনি। পরপর দু'ম্যাচে ব্যাটে বড় রান পাননি। কিন্তু উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক কামাল ক্যাচ ধরছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে ক্যাচটি লুফে নিয়েছিলেন, তাতে ম্যাচের পরিস্থিতি বদলে যায়। অনেকের মতেই ম্যাচের টার্নিং পয়েন্ট গুরবাজের সেই ক্যাচ। এই ম্যাচেও সেই ছন্দ বজায় রাখলেন তিনি। 


 






তবে প্রভসিমরন সিংহের পর ফের একটি দুরন্ত ক্যাচ নেন গুরবাজ। ঘাতক বোলারের নাম বরুণ চক্রবর্তী। তাঁর বলে জিতেশ শর্মা লেট কাট করতে গিয়েছিলেন। বল তাঁর ব্যাটের কানায় লাগে। দুরন্ত রিফ্লেক্সে বল তালুবন্দি করেন গুরবাজ। পরে আইপিএল থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ক্যাচের ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।


                                              



আরও পড়ুন: আইপিএলে নারাইন ম্যাজিক কি শেষ? রহস্যভেদ করে ফেলেছেন ব্যাটাররা?