সুনীত হালদার, সুজিত মণ্ডল এবং ভাস্কর মুখোপাধ্যায়, হাওড়া, নদিয়া এবং বীরভূম: কয়েক ঘণ্টার ব্য়বধানে রাজ্যের তিন জেলায় তিন-তিনটি সড়ক দুর্ঘটনা। এর মধ্যে হাওড়ার বাগনানে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, তাতে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। অন্য দিকে, নদিয়া এবং বীরভূমের ঘটনাদুটিতে বেশ কয়েকজন জখম হন বলে খবর। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
কী কী ঘটল?
হাওড়ার দুর্ঘটনা...
রবিবার সকাল আটটা নাগাদ হাওড়ার বাগনানের কাছারিপাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী রাস্তার উপর একটি লরি এক সাইকেলে আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান ওই সাইকেল আরোহী। এর পর স্থানীয় বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে ছুটে আসে বাগনান থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাগনানের কাছারিপাড়ায় কলকাতামুখী জাতীয় সড়ক তিন লেন থেকে দুই লেন হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। 'ঘাতক' লরি এবং চালককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। তবে মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। দিন তিনেক আগেই হাওড়ার উলুবেরিয়াতে একই ভাবে পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এক বাইক আরোহী। এবার বাগনানে এই ঘটনা ঘটল।
নদিয়া...
রবিবার সাত সকালে নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে দুটি লরির সংঘর্ষে তিন জন জখম হন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, আনুমানিক ভোর সাড়ে চারটে নাগাদ একটি পাথর বোঝাই লরির ড্রাইভার রাস্তার পাশে লরি দাঁড় করিয়ে একটি দোকানে চা খাচ্ছিলেন। ঠিক তখনই পিছন থেকে অন্য একটি লরি এসে ধাক্কা মারলে পাথর বোঝাই লরিটি পাশে চায়ের দোকানের মধ্যে ঢুকে যায়। আহত হন চায়ের দোকানের মালিক-সহ লরিতে থাকা দুজন। দোকান মালিককে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ।
বীরভূম...
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিল লরি। গোটা দুর্ঘটনাটি সিসিটিভি ধরা পড়ে। গত কাল সন্ধ্যা ৭টা নাগাদ বীরভূমের সাঁইথিয়ার কলেজ রোড এলাকায় এক ছাত্রী রাস্তার ধারে সাইকেলে চেপে কথা বলছিলেন। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ওই ছাত্রীকে চাপা দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয়রাই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। জানা গিয়েছে, আহতের নাম পিপাশা মন্ডল। বয়স ১৫। বাড়ি বনগ্রাম অঞ্চলের অটুয়া গ্রামে। লরিটিকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ।
আরও পড়ুন:‘এই ভোটের পরই আর থাকবে না, পিসি-ভাইপোকে ডকে তুলে দেব’, ফের ডেডলাইন শুভেন্দুর