কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে কলকাতা মেট্রোয় চালু হচ্ছে (Kolkata Metro New Route) ৩টি নতুন রুট। আগামী ১৫ মার্চ থেকে নতুন ৩টি রুটে পরিষেবা শুরু হতে চলেছে। গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পৌঁছনোর মেট্রো পরিষেবা থাকছে। পাশাপাশি, নিউগড়িয়া থেকে রুবি ও তারাতলা-মাঝেরহাট রুটেও চালু হচ্ছে পরিষেবা। 


বিশদ...
১৫ মার্চ সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে এসপ্লানেড রুটের প্রথম মেট্রো ছাড়বে, এদিন জানান মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। দুদিকেই শেষ ট্রেনের সময়সীমা এক। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত, ১২ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে, জানালেন  মেট্রো রেলের সিপিআরও। আর ১১টা বিকেল ৫টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন মিলবে। বিকেল ৫টা রাত ৮টা পর্যন্ত ১২ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। রাত ৮টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্তও মেট্রো পরিষেবা শুরু হবে আগামী ১৫ মার্চ থেকে। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায়। ২০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। আর পার্পল লাইনে যে পরিষেবা ছিল, সেটি মাঝেরহাট পর্যন্ত বাড়ানো হবে, জানালেন মেট্রো রেলের সিপিআরও।


ফিরে দেখা...
গত ৬ মার্চ কলকাতার মুকুটে নতুন পালক ওঠে। Esplanade থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত রুটেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এদিকে, ভবিষ্য়তে হোয়াটসঅ্য়াপ টিকিট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের সিপিআরও। এর আগে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে চলতে দেখা গিয়েছে। এবার হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা এই ধরনের রেকে করেই  যেতে পারবেন সাধারণ মানুষ। হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন। সেখানে মেট্রো হওয়ায় সেখান থেকে একেবারে গঙ্গা পেরিয়ে কলকাতার এসপ্ল্যানেড পৌঁছে যাওয়ার সুবিধা তৈরি পাওয়া যাবে এর পর থেকে।  শুধু এতেই শেষ নয়। সেখান থেকে মেট্রো রুটের মাধ্যমে উত্তর-দক্ষিণে সহজে চলে যাওয়া সম্ভব হবে। সব মিলিয়ে সাধারণ মানুষের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। একইসঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুটের পরিষেবাও নিত্যযাত্রীদের যাতায়াত অনেকটা সহজ করবে। জোকা-তারাতলা রুটে পার্পল লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। এই রুট মাঝেরহাট পর্যন্ত যে সম্প্রসারণ করা হয়েছে, সেটি চালু হওয়ার ফলে পরিষেবা আরও মসৃণ হবে বলে আশা অনেকের। 


 


আরও পড়ুন:কনে-বরপক্ষ ভক্তরাই, শিব পার্বতীর বিয়ে ঘিরে মন্দিরে উপচে ভিড়