সুনীত হালদার, হাওড়া: বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইন দুটি মালগাড়ির সংঘর্ষ। প্রভাব পড়ল দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলে। বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।


কোন কোন ট্রেন বাতিল:
বাতিলের তালিকায় রয়েছে,



  • পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস

  • আসানসোল-দিঘা এক্সপ্রেস

  • আদ্রা-খড়গপুর এক্সপ্রেস

  • বিষ্ণুুপুর-আদ্রা এক্সপ্রেস

  • সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস

  • আদ্রা-আসানসোল এক্সপ্রেস

  • আসানসোল-টাটানগর মেমু-সহ একাধিক ট্রেন


এছাড়াও দিল্লি অনন্তবিহার-পুরী এক্সপ্রেস ও পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস টাটানগর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।


 





এদিন ভোরে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ হয়। সেই ঘটনায় একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। একজন চালক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর মেইন লাইনে শুরু হয় ট্রেন চলাচল। স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে ৫-এ ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ৬টি বগি লাইনচ্যুত হয়। স্থানীয়রাই দুই চালককে উদ্ধার করেন। প্রশ্ন উঠেছে, একই লাইনে দুটি ট্রেন কীভাবে এল? কার গাফিলতি? আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমারের দাবি, চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা। সিগন্যাল রেড ছিল। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে।


কয়েকদিন আগেই ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষত এখনও তাজা। মারা গিয়েছিলেন প্রায় ৩০০ যাত্রী। আহত হাজারেরও বেশি। লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে গিয়ে ধাক্কা মেরেছিল যাত্রিবাহী ট্রেন। ওই দুর্ঘটনা নিয়ে এখন সিবিআই তদন্ত চলছে। মেন লাইনের সিগন্যাল থাকলেও কীভাবে লুপ লাইনে এসে ঢুকেছিল করমণ্ডল এক্সপ্রেস - তা নিয়ে এখন বিস্তর কাঁটাছেঁড়া চলছে। গাফিলতি থেকে ষড়যন্ত্র- একাধিক অভিযোগ উঠে আসছে। সেই আবহেই এবার বাঁকুড়ার ওন্দাতেও প্রায় একই ঘটনা ঘটল। একটি লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেখানে এসে পড়ল অন্য একটি মালগাড়ি। সংঘর্ষও হল। মালগাড়ি বলে হয়তো সেই অর্থে প্রাণহানি হয়নি, তবে ক্ষতি হয়েছে রেলের সম্পত্তির। যা নিয়ে উঠছে প্রশ্ন।


আরও পড়ুন: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন