কলকাতা: করুণাময়ীকাণ্ডের প্রতিবাদে SFI-DYFI এর প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ফের উত্তেজনা ছড়ায়। আজ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযানের ডাক দিয়েছিল SFI-DYFI। নির্দিষ্ট সময়ের আগেই জড়ো হতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। পুলিশও শুরু করে ধরপাকড়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথম দফায় পুলিশ জানিয়েছে, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


করুণাময়ীকাণ্ডের জেরে সল্টলেক জুড়ে চলছে ধরপাকড়। অভিযোগ সাধারণ মানুষ, এমনকী ছাত্র-ছাত্রীদেরও বিনা কারণে আটক করেছে পুলিশ। শুধু কলকাতাই নয়, করুণাময়ীতে বলপূর্বক বিক্ষোভকারীদের তুলে দেওয়ার প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। আগেই বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বাম ছাত্র যুবরা। বামেদের বিক্ষোভ মিছিল দুর্গাপুরে। দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কে অবরোধ করেনন বিক্ষোভকারী। 


SFI ও DYFI-এর কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের করুণাময়ী। আজ DYFI-এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বাম কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে করুণাময়ীতে আসেন। পুলিশ কর্মীরা বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়েন। এরপরই পুলিশ জোর করে বাম যুব কর্মীদের বাসে তুললে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। মীনাক্ষী দাবি তোলেন, কোন কোন জায়গায় ১৪৪ ধারা জারি আছে, পুলিশ তাঁদের জানাক। তাঁরা তার বাইরে কর্মসূচি করবেন। কয়েকজনকে টেনে, হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষপর্যন্ত মীনাক্ষীকেও টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। 


করুণাময়ীতে পুলিশি অভিযানের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখান বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা 


পশ্চিম বর্ধমান: আজ দুর্গাপুর স্টেশন রোড থেকে মিছিল করে এসে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। বেলা ১২টা ১০ থেকে ১২টা ৪০ পর্যন্ত অবরোধ চলে। পরে কোক ওভেন থানার পুলিশ এসে অবরোধ উঠিয়ে দেয়। সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় পুলিশ কর্মীদের।  


হুগলি: হুগলির চুঁচুড়ায় অবরোধ করে বিজেপি। তিন নম্বর গেট থেকে মিছিল করে গিয়ে পিপুলপাতিতে বিবেকানন্দ মূর্তির সামনে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। অবরোধ ওঠাতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। রাস্তায় বসে পড়েন বিজেপি যুব মোর্চার কর্মীরা। তাঁদের চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। 


পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর শহরের গোলকুমার চকে আজ সকালে রাস্তা অবরোধ করে SFI ও DYFI। আধঘণ্টা চলে অবরোধ। কালেক্টরেট মোড়ে অবরোধ করে বিজেপি। এখানে মিনিট ২০ চলে অবরোধ।  
  
বাঁকুড়া: বাঁকুড়া ১ নম্বর ব্লকে বুয়াবাগান মোড়ে পথ অবরোধ করে বিজেপি। সামিল হন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। প্রায় আধঘণ্টা চলে অবরোধ। বাঁকুড়া সদর থানার পুলিশ আসার পর অবরোধ ওঠে। এর জেরে কাতড়া ও পুরুলিয়া যাওয়ার রাস্তা আধঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে।  


বীরভূম: বীরভূমের রামপুরহাট ও আমোদপুরে পথ অবরোধ হয়েছে। দু’জায়গাতেই বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন। আমোদপুরে সামিল হন পুরশুড়ার বিঝ্পি বিধায়ক বিমান ঘোষ।  দু’জায়গাতেই প্রায় আধ ঘণ্টা চলে অবরোধ।