উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: SFI-এর বিক্ষোভে হাজরায় ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। SFI-এর কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি।পুলিশের হাত ধরে টানাটানি। SFI-এর কর্মসূচি ঘিরে এদিন, এভাবেই উত্তেজনা ছড়াল হাজরায়।                                                                                         

  

বিক্ষোভে হাজরায় ধুন্ধুমার:
জাতীয় শিক্ষা নীতি বাতিল, কলেজে ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে এদিন, লেক মলের সামনে থেকে মিছিল করে SFI। চারুচন্দ্র কলেজের সামনে দিয়ে মিছিল এসে পৌঁছয় হাজরা মোড়ে। এখানে, মিনিট পাঁচের প্রতীকী রাস্তা অবরোধ করে একটি সভা করার প্রস্তুতি নেন SFI-এর নেতা-কর্মীরা। কিন্তু, পুলিশ তাতে বাধা দেয়।এরপরই, উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান SFI-এর সদস্যরা। বিক্ষোভকারীদের কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ।মিনিট পনেরো, ধস্তাধস্তি চলার পর, পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপর, হাজরা মোড়ে পথসভা করে SFI।                                                          


এদিকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। ডোরিনা ক্রসিংয়ের সামনে দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ। কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের রাজপথে নেমে প্রতিবাদ ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীদের। রাস্তায় দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে রবিবার মিছিল শুরু করেন ২০১৬-র উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬-র কলকাতা গেজেটে যা বলা হয়েছিল, সেই অনুযায়ী নিয়োগ হয়নি। এসএসসি কমিশন সেই নিয়ম না মেনেই নিয়োগ করেছে। ২ বার ইন্টারভিউ নেওয়া হলেও তাঁরা ইন্টারভিউতে বসারই সুযোগ পাননি। এদিকে, ৩৬ হাজার অপ্রশিক্ষিতদের চাকরি বাতিলে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে তাঁরা। ওয়াই চ্যানেলে মিছিল শেষে প্রতীকী প্রতিবাদ জানাতেও দেখা গেল চাকরিপ্রার্থীদের। আপডেটেড সিটে নিয়োগ লেখা বাক্সের প্রতীকী তালা ভাঙলেন তাঁরা।   




 



আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার