সুনীত হালদার, হাওড়া: পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে তুমুল উত্তেজনা হাওড়ার শালিমারে (Shalimar Chaos)। সংঘর্ষ থেকে ইটবৃষ্টির অভিযোগ। পুলিশের সামনেই পরপর গাড়ি-বাইক ভাঙচুর হয়েছে বলে দাবি। এমনকি, ঘরে ঘরে ঢুকে মহিলাদেরও মারধর করা হয়ে বলে অভিযোগ। 


বিশদ...
গত কাল, শালিমার স্টেশল সংলগ্ন পার্কিং জোন এবং সংলগ্ন এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। মূলত দুই গোষ্ঠীর মধ্যে মারামারির কারণে এই ঘটনা, প্রাথমিক ভাবে এমনই জানা গিয়েছে। যেটা জানা যাচ্ছে, তা হল এই এলাকায় টোটো এবং অটোর পার্কিং কার হাতে থাকবে, গাড়ির পার্কিং কার হাতে থাকবে, এই নিয়ে মারামারি শুরু হয়। তোলাবাজির অভিযোগও শোনা গিয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে বি গার্ডেন থানার পুলিশ। RAF নামানো হয়। কয়েকটি গাড়ি, বাইক, ভাঙচুর করানো হয়েছে। চার-পাঁচটা দোকান এবং টালির চালের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। বাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গত কয়েক মাস ধরে এই অশান্তি চলছে। এই নিয়ে চাপা উত্তেজনা ছিল। গত কাল রাতে পুলিশ কোনও মতে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু আজ বেলা বাড়তেই ফের উত্তেজনা বাড়তে থাকে। প্রসঙ্গত, এই পার্কিং নিয়ে অশান্তির জেরেই গত ডিসেম্বরে টানাপড়েনের মুখে পড়েছিল ক্রিসমাস কার্নিভাল। একসময়ে তা বন্ধের মুখে পড়ে যায়।


যা ঘটেছিল...
হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় যে 'ক্রিসমাস কার্নিভাল' হওয়ার কথা ছিল, সেটিই বন্ধের মুখে পড়ে যায় এই পার্কিং নিয়ে টানাপড়েনের জেরে। গত ২২  ডিসেম্বর কার্নিভালের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১২দিন ধরে চলার কথা ছিল হাওড়ার এই ক্রিসমাস কার্নিভাল। পুরসভার উদ্যোগে পার্কিংয়ের ব্যবস্থা, 'আপত্তি' তোলেন ক্রীড়া প্রতিমন্ত্রীর। কার্নিভালে বেআইনিভাবে পার্কিংয়ের অভিযোগে ক্রীড়া প্রতিমন্ত্রীর। এরপরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় পুরসভা। অনভিপ্রেত ঘটনা, কার্নিভাল বন্ধ করে প্রতিক্রিয়া দেন হাওড়া পুরসভার প্রশাসক। পার্কিংয়ের নামে টাকা তোলার অভিযোগ করেও মেলা বন্ধে মুখে কুলুপ আঁটেন মনোজ তিওয়ারি। বড়দিনকে ঘিরে তখন গোটা রাজ্যে উৎসবের আমেজ। আর এমনই এক পরিস্থিতিতে ছেদ পড়ল আচমকাই।  মন্ত্রীর 'হম্বিতম্বি', বন্ধই হয়ে গেল ক্রিসমাস কার্নিভাল। তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', ৫দিনেই বন্ধ হাওড়ার কার্নিভাল। হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় 'ক্রিসমাস কার্নিভাল'।


আরও পড়ুন:কলকাতা শ্য়ুটআউটকাণ্ডে পাকড়াও ৪! এখনও পলাতক সোনা