প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বিধায়ক চন্দনা বাউড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর গাড়ির চালকের স্ত্রী। শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির সঙ্গে তাঁর গাড়ি চালকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তাঁর। থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন গাড়ির চালকের স্ত্রী।


ওই মহিলার অভিযোগে তাঁর বক্তব্য, গতকাল অর্থাৎ বুধবার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির সঙ্গে নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চন্দনা বাউড়ির গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডু। তিনি সম্পর্কে অভিযোগকারিণীর স্বামী। তাঁর বক্তব্য, চন্দনা বাউড়ি ও কৃষ্ণ কুণ্ডু দু'জনেই আগে থেকে বিবাহিত, এমনকী দু'জনেরই সন্তানও রয়েছে। অভিযোগপত্রে  এমনটাই উল্লেখ করেছেন বিধায়কের গাড়িচালকের স্ত্রী। তাঁর আরও অভিযোগ, চন্দনা বাউড়ির ভাই তাঁকে ফোন করে গ্রেফতারির হুমকিও দেন। কোথায় গিয়ে বিয়ে হয়েছে তা অবশ্য তিনি জানেন না বলে দাবি গাড়ি চালকের স্ত্রীয়ের। তাঁর দাবি, চার বছর ধরে তাঁকে বাপের বাড়ি যেতে দেন না স্বামী। বাপের বাড়ির যাওয়ার কথা বললে নাকি অত্যাচারিত হতে হত, এমনটাও অভিযোগ তাঁর। কিন্তু গতকালই নাকি হঠাৎ বাপের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন তাঁর স্বামী।


পুলিশ সূত্রে খবর, গতকাল গঙ্গাজলঘাটি থানায় হাজির হন বিধায়ক ও তাঁর গাড়িচালক। বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা ছড়িয়ে পড়তে ইতিমধ্যেই বিজেপির অন্দরে শুরু হয়েছে গুঞ্জন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির দাবি, 'স্বামীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে থানায় গিয়েছিলাম, বাকি অভিযোগ বিরোধীদের চক্রান্ত'। অর্থাৎ অভিযোগের তির ঘাসফুল শিবিরের বিরুদ্ধে। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। এরমধ্যে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পদ্মশিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। 'বিরোধীদের অপপ্রচার', গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে পাল্টা প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের। 


কিছুদিন আগেই টাকার বিনিময়ে ভ্যাকসিনের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ আনেন চন্দনা বাউড়ি। তাঁর দাবি ছিল, সকাল থেকে লম্বা লাইন দিয়েও স্থানীয়রা ভ্যাকসিন পাচ্ছেন না। ভ্যাকসিনে দুর্নীতির অভিযোগ তোলেন বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। পাল্টা বিধায়কের দিকেই আঙুল তোলেন শাসক দলের নেতা।