কলকাতা: ভোটের (Loksabha Election 2024) মুখে দলবদল করাতে বিজেপি (BJP) পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগ তুললেন শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)। শঙ্কুদেবের অভিযোগ, ছেলেকে ফিরে পেতে হলে তৃণমূল নেতাদের কাছে যেতে হবে বলে বিজেপি পঞ্চায়েত সদস্যকে চাপ দেয় পুলিশও। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


বিজেপি নেতার ছেলেকে অপহরণের অভিযোগ: ভোটের মুখে ডায়মন্ড হারবারে সন্ত্রাসের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতার ছেলেকে অপহরণের অভিযোগ তুলল গেরুয়া শিবির। ১ জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট। প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি। তার আগে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।সাংবাদিক বৈঠকে দাবি করলেন, নোদাখালি থানা এলাকায় বিজেপি পঞ্চায়েত সদস্যের নাবালক ছেলেকে অপহরণ করা হয়েছে। বছর ১৪-র ওই স্কুলপড়ুয়া উধাও হওয়ার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি তাঁর। এরইসঙ্গে পুলিশের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শঙ্কুদেব পণ্ডা। বিজেপি নেতার বলেন, “১ তারিখ সকালবেলা থেকে ওঁর ছেলে নিখোঁজ হয়ে যায়। উনি প্রথম থানায় যান। থানায় গিয়ে FIR করতে যান। ওঁকে বলা হয়, আপনার কোনও FIR নিতে পারব না। যা চিঠি দেওয়ার আছে দিয়ে যান। আর চলে যান জাহাঙ্গির আর বুচানের কাছ থেকে অনুমোদন নিয়ে আসুন। ওরা যদি বলে তাহলে আমরা কেস তদন্ত করব।’’


বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার অভিযোগ, এর নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা ও বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় ও ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খান। এদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রূপান্তর সেনগুপ্ত বলেন, "নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না থাকা সত্ত্বেও কেস শুরু করা হয়। যা যা করার করা হয়েছে।অপহরণের মতো বিষয় সামনে আসেনি। বিশেষ রাজনৈতিক দলের তরফে অভিযোগ। পুলিশকে ম্যালাইন করার চেষ্টা চলছে।'' শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Kolkata Metro:ইদ উপলক্ষে মেট্রোর সংখ্যায় কাটছাঁট, সূচি পরিবর্তনের ঘোষণা কর্তৃপক্ষের