পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: এবার প্রতারণার (fraud) শিকার অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)। বিদ্যুতের বিলের (electricity bill fruad) নাম করে ফোনে লিঙ্ক। ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও আড়াই লক্ষ টাকা। আপাতত থানা, লালবাজারের সাইবার সেল (Lalbazar Cyber Cell) ও ব্যাঙ্কে (Bank) অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। কিন্তু, টাকা ফেরত মিলবে কি? সেটাই প্রশ্ন।


প্রতারণার শিকার শান্তিলাল মুখোপাধ্যায়


অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর নিত্য নতুন ফন্দি খোঁজে প্রতারকরা। সেই রকমই একটি ফাঁদে পা দিয়ে আড়াই লক্ষ টাকা খোয়ালেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। তাঁর দাবি, ১৩ জুন তাঁর মোবাইল ফোনে একটি SMS আসে। যেখানে বলা হয়, সেদিন বিদ্যুতের বিল না দিলে রাতের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। 


তিনি তৎক্ষণাৎ অ্যাপের মাধ্যমে বকেয়া বিল মিটিয়ে দেন। তাঁর দাবি, এরপরই অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। বলা হয়, পেমেন্ট আপডেট হয়নি। তার জন্য ১১ টাকা দিতে হবে। তাঁর ফোনে একটি লিঙ্কও পাঠানো হয়। 


শান্তিলাল মুখোপাধ্যায়ের দাবি, লিঙ্কে ক্লিক করার কিছুক্ষণ পরই, ব্যাঙ্ক থেকে ফোন করে তাঁকে জানানো হয়, যে অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা বেরিয়ে গেছে। এই ঘটনায় সরশুনা থানা ও লালবাজারের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন অভিনেতা। ব্যাঙ্কেও অভিযোগ করেছেন। কিন্তু, এতগুলো টাকা আর ফেরত মিলবে কি? সেটাই প্রশ্ন। 


আরও পড়ুন: Digital Fraud: বিদ্যুৎ বন্ধের নামে চলছে প্রতারণাচক্র, মেসেজের আগে এই লেখা দেখে নিন


বিদ্যুৎ বন্ধের নামে চলছে প্রতারণাচক্র


নাগরিকদের ফাঁদে ফেলতে এবার নতুন পথ নিয়েছে প্রতারকরা। আপনার বিদ্যুতের বিল (Electricity Bill Scam) দেওয়া থাকলেও মিথ্যে বলা হচ্ছে এসএমএস করে। একবার জালিয়াতদের জালে পা দিলেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট। 


Digital Fraud: এই ধরনের জালিয়াতি এড়াতে এই জিনিসগুলি মনে রাখবেন



  • দেখতে হবে এসএমএস কোথা থেকে এসেছে

  • অজানা উৎস থাকলে বিলের টাকা দেবেন না

  • মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে কোনও অ্যাপ ইন্সটল করবেন না

  • কারও ব্যক্তিগত নম্বর বা অ্যাকাউন্টে অর্থ পাঠাবেন না

  • কাউকে ফোন করবেন না বা মেসেজের লিঙ্কে ট্যাপ করবেন না

  • প্রদত্ত নম্বরের সাথে আপনার কোনও তথ্য শেয়ার করবেন না

  • বিষয়টি আগে বিদ্যুৎ বিভাগ বা বোর্ডের সঙ্গে যাচাই করুন। অফিশিয়াল অ্যাপে বিলের বিষয়টি জেনে নিন

  • কেবল একটি অ্যাপ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা জমা করুন