কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায়, গ্রেফতারির পর SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা (Shantiprasad Sinha) ও অশোক সাহাকে (Ashok Saha) আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ। ১৭ অগাস্ট পর্যন্ত সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ আদালতের।
নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের দাবি সিবিআইয়ের: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা। অভিযোগ, CBI আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তাঁরা। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির ধারায় FIR করা হয়েছে। আজ মেডিক্যাল টেস্টের পর SSC-র দুই প্রাক্তন কর্তাকে তোলা হয় আদালতে। আদালতে সিবিআই দাবি করে, SSC সংক্রান্ত যাবতীয় তথ্য এই দু’জন গায়েব করেছেন। নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। তাতে আরও অনেক প্রভাবশালী জড়িত। অযোগ্য প্রার্থীদের সুপারিশ ও নিয়োগপত্র দিয়েছেন শান্তিপ্রসাদ-অশোক। সিবিআইয়ের দাবি, SSC-তে কতগুলি পদ খালি রয়েছে, তা ভুয়ো নামে তথ্যের অধিকার আইনে জেনে নিতেন ওই দুই প্রাক্তন কর্তা। সেই অনুযায়ী নিয়োগপত্র দেওয়া হত। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহাকে আদালতে তুলে, এমনই বিস্ফোরক দাবি করলেন CBI-এর।
সাত দিনের হেফাজতের নির্দেশ: নিয়োগে কীভাবে দুর্নীতি হয়েছে, ইতিমধ্যেই তার বিস্তারিত রিপোর্ট হাইকোর্টে পেশ করেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের অনুসন্ধান কমিটি। সেই কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিন্হা-অশোক সাহার। SSC-র দুই প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহাকে এদিন আদালতে তোলা হয়। আদালতে এদিন CBI-এর তরফেও জানানো হয়, অযোগ্য চাকরিপ্রার্থীদের হয়ে সুপারিশ ও তাঁদের নিয়োগপত্র দেওয়া, দুই ক্ষেত্রেই জড়িত ছিলেন শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা। শান্তিপ্রসাদের নির্দেশে কাজ করতেন অশোক। CBI দাবি করে, অযোগ্য চাকরিপ্রার্থীদের দিয়ে ভুয়ো RTI করিয়ে শান্তিপ্রসাদ জানতে চেয়েছিলেন কত শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদের নিরিখে, নিয়োগপত্র দেওয়া হয়। সংশ্লিষ্ট তথ্য ডিলিট করা হয়েছে বলে দাবি করে সিবিআই। এই তথ্য তুলে ধরেই শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহা ৭ দিনের হেফাজত চায় সিবিআই। পাল্টা শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবী দাবি করেন, যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। দু-পক্ষের বক্তব্য শোনার পর, ১৭ অগাস্ট পর্যন্ত SSC-র দুই প্রাক্তন কর্তাকে CBI হেফাজতের নির্দেশ দেন বিচারক। শান্তিপ্রসাদ সিন্হা ও অশোক সাহাকে ফের এদিন জিজ্ঞাসাবাদ করে CBI।
আরও পড়ুন: Agnimitra On Anubrata: সিবিআই হেফাজতে অনুব্রত, ঢাক বাজালেন অগ্নিমিত্রা