প্রকাশ সিনহা, কলকাতা: সন্দেশখালিকাণ্ডের শুনানিতে এবার ইডি-র বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন শেখ শাহজাহানের আইনজীবী। 'ইডি তাদের আবেদনে জানিয়েছে, তল্লাশিতে গিয়ে তাদের ওপর হামলা হয়েছে। ছিনতাই এবং মারধরের অভিযোগের কথাও তাদের আবেদনে জানিয়েছে ইডি। এই ঘটনায় ইতিমধ্যেই তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। এই বিষয়টি দেখার দায়িত্ব পুলিশের। শেখ শাহজাহানের বিরুদ্ধে আর্থিক অভিযোগের বিষয়টি স্পষ্ট করে জানাক ইডি।'
আরও যা...
আইনজীবীর প্রশ্ন, 'শেখ শাহজাহান যদি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হন তা হলে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয়নি কেন? ইডি কি তাহলে কিছু খুঁজতে গিয়েছিল? না পাওয়ায় নোটিস দিয়ে এসেছে?' এই মামলার পরবর্তী শুনানি হবে ১২ ফেব্রুয়ারি, সেদিন আদালতে নিজের বক্তব্য জানাবে ইডি। এর আগে শাহজাহানকে দ্বিতীয়বার নোটিস পাঠায় কেন্দ্রীয় এজেন্সি। আগামী ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয় তাঁকে। গত ২৯ দিন ধরে 'বেপাত্তা' শেখ শাহাজাহান কি তাতে সাড়া দেবেন?
যা জানা গেল...
গত কাল জানা গিয়েছিল, সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহানের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে নজর রেখেছে ইডি। সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার ক'টা ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে ? কোন ব্য়াঙ্কের কোন ব্রাঞ্চে অ্য়াকাউন্ট রয়েছে ? জানতে মুম্বইয়ের অ্য়ান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শেখ শাহজাহানের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের গত ১০ বছরের স্টেটমেন্ট চাওয়া হয়েছে। ইডি সূত্রের খবর, শেখ শাহজাহান ও তাঁর পরিবারের কোথায় কত সম্পত্তি রয়েছে তার তালিকাও তৈরি করা হচ্ছে। তৃণমূল নেতা আয়কর রিটার্ন জমা দিতেন কিনা সেই তথ্যও সংগ্রহ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সমস্ত ব্য়াঙ্কের কাছে নাম ও প্য়ান কার্ডের নম্বর পাঠিয়ে কোনও গ্রাহকের অ্য়াকাউন্ট সংক্রান্ত তথ্য চায় মুম্বইয়ের অ্য়ান্টি মানি লন্ডারিং ইউনিট। সূত্রের খবর, ব্য়াঙ্ক স্টেটমেন্ট পেলে শেখ শাহজাহানের আয় ও সম্পত্তির হিসেব মিলিয়ে দেখা হবে।
সন্দেশখালিতে, ED-র ওপর হামলার ঘটনায় মাস্টারমাইন্ড, শেখ শাহজাহানকে এখনও ধরতে পারেনি পুলিশ। ED-নোটিস দেওয়া সত্ত্বেও, সিজিও কমপ্লেক্সে হাজির হননি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ! অথচ তিনিই কিনা গোপনপুরী থেকে বারবার আগাম জামিনের আবেদন জানাচ্ছেন ! অন্তরালে থেকেই, মঙ্গলবার ব্য়াঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন শেখ শাহজাহান ! আর বুধবার বারাসাত জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন জানান সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা।
আরও পড়ুন:মাত্র ৫০০ টাকার জন্য! বাংলাদেশে রুপো পাচারে পথে BSF-এর হাতে ধৃত প্রৌঢ়