সুনীত হালদার, হাওড়া: হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানায় আগুন (Howrah factory fire)। সকাল দশটা নাগাদ কারখানার গোডাউনে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে জমিয়ে রাখা থার্মোকল। আগুনের তীব্রতা এতই বেশি  ছিল যে টিনের তৈরি কারখানার শেড ভেঙে পড়ে। কারখানার কর্মী এবং দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। 


আর যা...
এদিন পর পর দু-দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ায়। এর মধ্যে ডোমজুড়ে থার্মোকল তৈরির কারখানায় আগুন লেগেছিল সকাল ১০টায়। অন্য দিকে, জগৎবল্লভপুরে একটি ধুপ তৈরির কারখানাতেও অগ্নিকাণ্ড হয়। এর মধ্যে ডোমজুড়ের ঘটনায় মুহূর্তের মধ্যে কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ঠাসা জিনিসপত্র রাখা ছিল কারখানাটিতে। অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই ছিল যে কারখানার টিনের শেড ভেঙে পড়ে। ঘন, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। আশপাশের এলাকা থেকে মানুষজন ছুটে আসেন। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।    
অন্য দিকে জগৎবল্লভপুরের ধুপ কারখানায় সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লেগেছিল। সেখানেও মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন লাগে। এই কারখানাটি ঘন জনবসতিপূর্ণ এলাকায়। ফলে মানুষজন বেরিয়ে আসেন। আগুন নেভানোর কাজে হাত দেন। ওই কারখানায় প্রচুর পরিমাণ দাহ্য বস্তু মজুত ছিল। ফলে গোটা কারখানা অত্যন্ত দ্রুত আগুনের গ্রাসে চলে যায়। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে  হাত লাগান। তবে সেই আগুন যে এখনও নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না। দিনদুয়েক আগে কলকাতার থিয়েটার রোডে একটি অভিজাত হোটেলে আগুন লাগে।


থিয়েটার রোডের হোটেলে আগুন....
খাস মহানগরে থিয়েটার রোডের ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত বাইরে নিয়ে আসা হয় আবাসিক ও কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সূত্রের খবর, হোটেলের কিচেনের পিছনে হঠাতই কালো থিকথিকে 'ধোঁয়া' দেখতে পাওয়া যায়। দ্রুত খবর যায় শেক্সপিয়র সরণি থানায়। পুলিশ আধিকারিকরা আসেন। প্রাথমিক ভাবে দমকলের ৩টি ইঞ্জিন আসে। হোটেলকর্মীদের বক্তব্য, তারা আগুনের উৎস চিহ্নিত করতে পেরেছেন। আগুন নেভানোর প্রক্রিয়াও শুরু হয়। অগ্নিকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয় শহরের প্রাণকেন্দ্রে ওই অভিজাত হোটেলে। সরিয়ে ফেলা হয় আবাসিকদের। পাশাপাশি যাঁরা কিচেনের কর্মী রয়েছেন, তাঁদেরও সরিয়ে আনা হয়।


 


আরও পড়ুন:বুথ জ্যাম, ছাপ্পা ভোট রুখে দেবে AI ! ২৪ এর ভোটে কৃত্রিম মেধার সাহায্য নেবে নির্বাচন কমিশন