পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali), পুলিশের (Police) সঙ্গে তুমুল বচসা স্থানীয়দের একাংশের। শেখ শাহজাহান (Seikh Shahjahan) এবং তাঁর ঘনিষ্ঠ শাসক নেতা শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারের দাবিতে লাঠি হাতে মিছিল মহিলাদের। থানার সামনে মহিলাদের বিক্ষোভে সামিল তৃণমূল (TMC) সমর্থকদের একাংশ। পুলিশ বাধা দেওয়ায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান মহিলারা।                              


শুধু তাই নয়ম পুলিশ সব জানে। শেখ শাহজাহানকে প্রোটেকশন দিচ্ছে পুলিশই। ৪-৫ দিন আগেও তৃণমূল নেতাকে এলাকায় ঘুরতে দেখা গেছে। শেখ শাহজাহানকে পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। মানসিক, শারীরিক, আর্থিকভাবে মেরেছেন তৃণমূল নেতারা। ওদের হুমকির ভয়ে মুখ খুলতে পারিনি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই গতকাল ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। পুলিশ আগে ব্যবস্থা নিলে এভাবে আইন হাতে তুলে নিতে হত না। এমনই দাবি সন্দেশখালির বাসিন্দাদের। গতকাল গ্রামবাসীরা তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে পুলিশের হাতে তুলে দিলেও তাঁকে গ্রেফতার না করায়, আইন রক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সন্দেশখালির বাসিন্দারা। 


পাশাপাশি, তৃণমূল নেতা শেখ শাহজাহান আর তাঁর সহযোগী শিবু হাজরা, উত্তম সর্দাররা গত ১৩ বছর ধরে অত্যাচার চালিয়েছেন। সন্দেশখালিতে এমনই পাহাড়সম অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, কখনও যাতায়াতের রাস্তা বন্ধ করে, কখনও চাষের জমি দখল করে মাছের ভেড়ি বানিয়েছেন শিবু হাজরা, উত্তম সর্দাররা। প্রাক্তন পুলিশ কর্মীর অভিযোগ, ভেড়ির জন্য তাঁর ভিটেবাড়ির ১০ কাঠা জমি কেটে নিয়েছিলেন তৃণমূল ব্লক সভাপতি শিবু হাজরা। গ্রামবাসীদের সকলেরই দাবি, তৃণমূলের দাদাগিরিতে আপত্তি জানালেই জুটত কোদালের বাঁট দিয়ে মার। শেখ শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকেই মুখ খুলতে শুরু করেছে গোটা সন্দেশখালি। 


পথ চলার রাস্তা নেই। রাস্তা কেটে হয়েছে ভেড়ি। ঘরে ঘরে নেই পানীয় জল। জলের পাইপ কেটে ঢুকেছে নোনা জল। প্রতিবাদ করলে মহিলাদের বলা হয়েছে, সাদা শাড়ি পরতে হবে। গতকাল তৃণমূল কর্মী-সমর্থকদের ঘিরে বিক্ষোভের পর আজও ফুঁসছে সন্দেশখালি, ফুঁসছেন স্থানীয়রা।


গতকালের অশান্তির পর থমথমে সন্দেশখালি। এলাকায় মোতায়েন পুলিশ, চলছে রুটমার্চ।             


আরও পড়ুন, সন্দেশখালিতে TMC-র উপর হামলা, স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে