সুনীত হালদার, শিবপুর: ৪ মাস ধরে বন্ধ শিবপুরের হাওড়া (Howrah) জুটমিল (Jute mill)। প্রতিবাদে বুধবার সিটু-র নেতৃত্বে মিলের গেটের সামনে জিটি রোড অবরোধ করেন শ্রমিকরা। পুজোর আগেই খুলবে মিল, আশ্বাস দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না। যদিও মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


হাতে আর মাত্র এক মাস! কোভিড বিধি মেনে তারপরই প্রাণের উৎসবে মাতবে গোটা বাংলা! কিন্তু উৎসবের ভাবনা তো দূর, চার মাস ধরে কাজ হারিয়ে সংসার চালানোই দায় শিবপুরের হাওড়া জুটমিলের প্রায় ৩ হাজার শ্রমিকের। চার মাস ধরে বন্ধ জুটমিল। প্রতিবাদে বুধবার সিটু-র নেতৃত্বে মিলের গেটের সামনে জিটি রোড অবরোধ করেন শ্রমিকরা। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। প্রায় ৪৫ মিনিট ধরে চলা বিক্ষোভে তীব্র যানজট তৈরি হয়।


আরও পড়ুন: Bhowanipore: ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস


গত ১০ মে কাঁচামালের অভাবের কারণ দেখিয়ে মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।মাঝে কেটে গেছে চার চারটে মাস! শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ ও শ্রমমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে মিল খোলার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তাতে কাজ হয়নি।হাওড়া জুটমিলের মালিক শ্রমিক রবি দাসের দাবি, এর আগে মালিকপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল, ১ সেপ্টেম্বর খুলবে বলেছিল, ইচ্ছে করে বন্ধ করে রাখছে। মালিকপক্ষ মন্ত্রীর সঙ্গে মিটিং করেছিল। বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন কার্যনির্বাহী সভাপতি দীপক দাশগুপ্তের দাবি, ইচ্ছে করে খুলছে না। 


এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। জুটমিলের বিপুল পরিমাণ বিদ্যুতের বিল বাকি। সিইএসসি-কে বিষয়টি দেখতে অনুরোধ করা হয়েছে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, গতকাল আমার কাছে এসেছিল মালিকপক্ষ, মেন্টেনেন্স কাজ শুরু করেছিল। আড়াই কোটি ইলেকট্রিক বিল বাকি, সিএসসিকে অনুরোধ আশা করছি খুলে যাবে পুজোর আগে। যদিও,মিল খোলা নিয়ে টালবাহানার অভিযোগ প্রসঙ্গে মিল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আরও পড়ুন:Kolkata: পর্ণশ্রীতে খুন হওয়া মা ও ছেলের দেহে আঘাতের চিহ্ন, পাকস্থলিতে মিলেছে খাবার