উমেশ তামাং, দার্জিলিং: থামছেই না বৃষ্টি। এখনও বিপর্যস্ত সিকিম ( Sikkim Weather Update )। যখন তখন ধস নামছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রকৃতির ধ্বংসলীলার ছবি। এখনও বাঙালির প্রিয় ট্রাভেল ডেস্টিনেশনে আটকে শয়ে শয়ে পর্যটক। কালিম্পঙের বালুখোলা ও লিখুভিরে নেমেছে ধস। তার জেরে সারা রাস্তা জুড়ে পড়ে রয়েছে বিশাল বিশাল বোল্ডার। এর জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ।
গ্যাংটক থেকে উত্তর সিকিমের মঙ্গন যাওয়ার রাস্তাতেও নেমেছে ধস। লাচুংয়ে প্রায় ২ হাজার পর্যটক রয়েছেন আটকে। আবহাওয়ার উন্নতি না হওয়ায় হেলিকপ্টারও ওড়ানো যায়নি। হাঁটিয়ে নামানো হচ্ছে পর্যটকদের। উত্তর সিকিম ও চুংথাঙের মধ্যে বহু গাড়ি আটকে পড়েছে।
মাঙ্গনের ডিসি হোমনাথ ছেত্রী জানিয়েছেন, প্রায় ২ হাজার পর্যটক এখনও লাচুং-এ আটকে আছেন। উত্তর সিকিম এবং চুংথাংয়ের মধ্যে আটকে রয়েছেন অনেক পর্যটক এবং গাড়ির চালক। তিনি আরও জানান, দুপুর নাগাদ নয় জন পর্যটককে সরিয়ে গ্যাংটকে পাঠানো হয়েছে। তবে লাচুংয়ে যাঁরা আটকে ছিলেন, তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন, বলে জানা তিনি।
উত্তর সিকিম থেকে গ্যাংটকের সঙ্গে সংযোগকারী মাঙ্গনের রাস্তার কিছু অংশের অবস্থা একেবারেই খারাপ। ১৩ জুন প্রবল বৃষ্টিপাতের জন্য ভূমিধস নামে। তার জেরে প্রবল ক্ষতি হয়েছে রাস্তার।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের দুর্যোগ আরও বাড়বে। সিকিম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য এলাকা ও তার সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। অতি দুর্যোগে দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে। আরও চার পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। যানবাহন চলাচল ব্যাহত হতে পারে।
অন্যদিকে সিকিম, ভুটান সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তর বঙ্গের নদীগুলিতে। অতিভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন :
কর্মক্ষেত্রে নতুন সুযোগ কর্কটের, মকরের বিরাট অর্থযোগ, এই সপ্তাহে সাফল্যে ভরে উঠবে এই ৫ রাশির ঝুলি