মলয় চক্রবর্তী, শিলিগুড়ি: উত্তরবঙ্গে (North Bengal) ফের গ্রেফতার চোরাশিকারী (Poacher)। এবার চিতাবাঘের (Leopard) চামড়া ও নখ সহ তিনজনকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল (SSB) ও ঘোষপুকুর বন দফতর (Forest Department)।
জানা গিয়েছে, এসএসবির গোয়েন্দা বিভাগ ও ঘোষপুকুর বন দফতর এই যৌথ অভিযান চালায়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে একটি বাইক আটক করা হয়। তল্লাশি চালিয়ে বাইকে থাকা দুই ব্যাক্তির কাছ থেকে একটি চিতাবাঘের চামড়া ও নখ উদ্ধার করা হয়। পরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় আরও একজনের নাম। তাকেও এদিন গ্রেফতার করা হয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই চিতাবাঘটি শিকার করে ধৃতরা। এরপর তারা সবাই মিলে বাঘের মাংস খাওয়ার পাশাপাশি চামড়া ছাড়িয়ে নেয়। এরপর চিতাবাঘটির চামড়া ও নখ গোপনে নেপালে বিক্রি করার মতলব ছিল তাদের। তবে তার আগেই তারা ধরা পড়ে গেল।
এদিন ধৃত তিনজনকে ফাঁসিদেওয়া থানার পুলিশের হাত তুলে দেওয়া হয়েছে। শনিবার তাদের আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন পাচার হওয়ার আগেই উদ্ধার হাতির দাঁত, ৩ জনকে গ্রেফতার বন দফতরের
এর আগে গত মাসেই গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি সড়কে জলপাই মোড়ের কাছে উদ্ধার করা হয় চিতাবাঘের চামড়া। এই ঘটনায় গ্রেফতার করা হয় দু’জনকে।
বন দফতর সূত্রে জানা যায়, ধৃতদের চিতাবাঘের চামড়াগুলি পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু বনকর্মীদের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা সম্ভব হয় সেগুলি। একটি চার চাকার যাত্রীবাহী ছোটো গাড়ি দেখে সন্দেহ হয় বন দফতরের কর্মীদের। সঙ্গে সঙ্গে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির মধ্যে থেকে একটি সুটকেস পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার হয় চিতা বাঘের চামড়া। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা দু’জনকে। ধৃতদের নাম পাসাং লামা ও সিরিং তামাং। তারা দু'জনেই দার্জিলিংয়ের বাসিন্দা।
বন দফতর সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াটি এক পূর্ণবয়স্ক চিতাবাঘের। বনকর্মীদের অনুমান, চিতাবাঘটি শিকার করে চামড়া নেপালে পাচারের উদ্দেশ্য ছিল ধৃতদের।