শিলিগুড়ি: বর্ষার (Monsoon) শুরুতেই যে উত্তরবঙ্গের (North Bengal) বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল, সেই উত্তরবঙ্গেরই অনেক জায়গায় এখন দাবদাহের যন্ত্রণা। জলপাইগুড়ির (Jalpaiguri) নাথুয়াচর প্রাথমিক বিদ্যালয়ে গরমে অসুস্থ হয়ে পড়েন শিক্ষিকা। তাই শিলিগুড়িতে পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুলের সময় বদলের আর্জি শঙ্কর ঘোষের। স্কুলের সময় বদলের আর্জিতে শিক্ষামন্ত্রীকে ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক (BJP MLA) শঙ্কর ঘোষ। আপাতত এক সপ্তাহ সকালে ক্লাস করার আর্জি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। আপাতত এক সপ্তাহ সকালে ক্লাস করার আর্জি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।


বিজেপি বিধায়কের বয়ানে: এদিন বিজেপি বিধায়ক (BJP MLA) শঙ্কর ঘোষ বলেন, 'উত্তরবঙ্গে প্রচণ্ড গরম, তাই শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছি যাতে অভিভাবক ও কর্তৃপক্ষ, আবহবিদদের সঙ্গে কথা বলে স্কুলগুলিকে যাতে সকালে শিফট করা যায়। আপাতত ৭ দিনের জন্য করা গেলেও যেতে পারে।'' অন্যদিকে, জলপাইগুড়ির নাথুয়াচর প্রাথমিক বিদ্যালয়ে গরমে অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা। এমনকী ভরা বর্ষাতে ঘামছে কার্শিয়ংও। গরম এতটাই যে দুপুরের পাহাড়ে বিভিন্ন বাড়িতে ঘুরতে দেখা গেল সিলিং ফ্যান। কারও কাছে আবার একটু স্বস্তি ভরসা হাত পাখা।


কলকাতায় দাবদাহ: এদিকে কলকাতায় (Kolkata) যখন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে (Coochbehar) তখন ৩৮ ডিগ্রি পার! বালুরঘাটেরও তাপমাত্রা ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ২৪ দশমিক ৬ ডিগ্রি, কালিম্পঙের সর্বোচ্চ পারদ ২৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অন্যদিকে, মালদার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে প্রায় ৬০ শতাংশ বেশি বৃষ্টি হলেও, তারপর ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকে। গতকাল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের থেকে মাত্র ৩ শতাংশ বেশি। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১৮ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ৫ জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিনজেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।


আরও পড়ুন: Coal Smuggling Case: কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল কর্তা