সনৎ ঝা, দার্জিলিং: বিজেপির নির্বাচনী অফিস (BJP Party Office) ভাঙচুরকে কেন্দ্র করে পুরভোটের আগে উত্তপ্ত শিলিগুড়ি (Siliguri)। তৃণমূলকে (TMC) হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির। পাল্টা জবাব দিয়েছেন শাসক দলের উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর গৌতম দেব।


বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা, আমরা জানি কোন দেবতা কিসে তুষ্ট হয়, সেই দেবতা সেই প্রসাদই পাবে। উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর গৌতম দেবের কথায়, বিজেপি ৩-৪টের বেশি আসন পাবে না।


১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। তার এক সপ্তাহ আগে বিজেপির নির্বাচনী অফিস ভাঙচুরকে কেন্দ্র করে সরগরম শিলিগুড়ি। বৃহস্পতিবার রাতে ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপির এই নির্বাচনী অফিসেই রীতিমতো তাণ্ডব চলে।


ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। ছিঁড়ে ফেলা হয় পোস্টার। অভিযোগের তির তৃণমূলের দিকে। হামলার প্রসঙ্গ তুলে শুক্রবার তৃণমূলকে হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 


সুকান্ত মজুমদার আরও বলেন, হারবে জেনে বিজেপির অফিসে হামলা, পোস্টার ছিঁড়ছে, এসব করেও কিছু হবে না, পুলিশ ওদের হয়েই নির্বাচন করে, কিন্তু শিলিগুড়িতে আমাদের শক্তি বেশি, আমরা জানি কোন দেবতা কিসে তুষ্ট হয়, সেই দেবতা সেই প্রসাদই পাবে, শিলিগুড়ি বিজেপির হবে।


বিজেপির নির্বাচনী অফিসে ভাঙচুর তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। পাল্টা জবাব গৌতম দেবের।



তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর গৌতম দেব আরও জানিয়েছেন, অল্পদিন হল রাজনীতিতে এসেছেন, ধারনা কম, আমরা অন্য কোনও রাস্তা নিইনি, ভোট ফ্রি, ফেয়ার হবে, বিজেপি ৩-৪টের বেশি আসন পাবে না।


এদিকে, এদিন বিকেলে দলীয় প্রার্থীদের সমর্থনে শিলিগুড়ি পুরসভার ২, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে পথসভা করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।


অন্যদিকে, প্রার্থীতালিকা নিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিক্ষোভের খবর প্রকাশ্যে আসে। তৃণমূলের পক্ষ থেকে এদিন রাজ্যের ১০৮ পুরসভা নির্বচনে দলের প্রার্থীতালিকা ঘোষণার পরই জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে চলে আসেন তৃণমূলের একাংশের। তাঁরা গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন।  কাঁথি ও এগরা পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে এই  বিক্ষোভ চলে। পরে কর্মী সমর্থকদের শান্তভাবে ফিরে যাওয়ার আর্জি জানিয়েছে মৎস্যমন্ত্রী জানান, তিনি কালই দলের নির্বাচনী কমিটির আহ্বায়কের পদ ছাড়বেন। প্রার্থী তালিকায় দেখে তিনি নিজেই মর্মাহত।